সৌদিতে মেসি আসলে ক্রিশ্চিয়ানোর দেখানো পথ পূরণ হবে

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সৌদি আরবে কি আসবেন লিওনেল মেসি? ইতিমধ্যেই সৌদির হেভিওয়েট ক্লাব আল হিলাল বিপুল বেতনের প্রস্তাব দিয়েছেন আর্জেন্টাইন সুপারস্টারকে।
এবার এই বিষয়ে জল্পনা আরও বাড়ালেন সৌদি আরবের ফুটবল সংস্থার সভাপতি ইয়াসের আল-মিসেহাল। এসএসসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ইয়াসের জানিয়েছেন, মেসিকে দেশে আনতে তারা আগ্রহী।
এই নিয়ে ইয়াসের বলেছেন, "আমার কাছে সত্যি বলতে গেলে কোনও খবর নেই। তবে কোনও সন্দেহ নেই যে ব্যক্তিগতভাবে, আমি চাইব মেসি সৌদি আরবের লিগে খেলুন। তাহলে ক্রিশ্চিয়ানো (রোনাল্ডো) এর দেখানো পথই পূরণ হবে।"
আরও পড়ুন - মেসিকে প্রিমিয়ার লিগে খেলার আবদার করলেন এমি মার্টিনেজ
ইতিমধ্যেই আল নাসেরের হয়ে খেলছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, যা সৌদির লিগের জনপ্রিয়তাকে অন্য মাত্রায় নিয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে মেসি এই লিগে যোগ দিলে বিশ্বের সব থেকে জনপ্রিয় লিগগুলির একটি হয়ে যাবে তারা।