করোনায় সংক্রমিত হলেন লিওনেল মেসি সহ পিএসজির এই চার ফুটবলার

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : নতুন করে সারা বিশ্বে করোনার প্রভাব ছড়িয়ে পড়ছে, বাদ যাচ্ছে না ফুটবল জগতও। এবার করোনায় আক্রান্ত হলেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। রবিবার প্যারিস সেইন্ট জার্মেইনের তরফ থেকে এক বিবৃতিতে এই খবর জানানো হয়।
শুধু মেসি নন, পিএসজির মোট চার ফুটবলার এই ভাইরাসে সংক্রমিত হয়েছেন। মেসি ছাড়াও লেফট ব্যাক জুয়ান বার্নাট, গোলকিপার সের্জিও রিকো ও ১৯ বছরের মিডফিল্ডার নাথান বিটুমাজালা। এছাড়া পিএসজির এক সাপোর্ট স্টাফও আক্রান্ত হয়েছেন। এর জেরে এই সংক্রমিত সদস্যদের আইসোলেশনে থাকতে হবে।
সোমবার পিএসজিকে নামতে হবে ফ্রেঞ্চ কাপের রাউন্ড অফ ৩২ পর্বে, যেখানে তাদের সামনে তৃতীয় ডিভিশনের ক্লাব ভানেস। আর সেই ম্যাচে স্বাভাবিকভাবে থাকবেন না এই চার ফুটবলার।
যদিও লিগ ওয়ানে দ্বিতীয় স্থানে থাকা নিসের থেকে ১৩ পয়েন্টে এগিয়ে শীর্ষে রয়েছে পিএসজি। ১৯ ম্যাচে ৪৬ পয়েন্ট রয়েছে তাদের। ফলে এই সংক্রমণের ঘটনা খুব একটা প্রভাব পড়বে না প্যারিসিয়ানদের উপর। যদিও মেসির খেলা দেখা থেকে বঞ্চিত থাকবেন বিশ্বের অসংখ্য ফুটবলপ্রেমীরা।