রোনাল্ডোর ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরে আসা নিয়ে বিশেষ বার্তা দিলেন লিওনেল মেসি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : গত দলবদলের মরশুমে এমন দুটি ঘটনা ঘটেছে, যা গোটা ফুটবল বিশ্বকে চমকে দিয়েছে। এক দিকে লিওনেল মেসির বার্সিলোনা ছেড়ে পিএসজিতে আসা, অন্যদিকে জুভেন্টাস থেকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ম্যানচেস্টার ইউনাইটেডে ফেরা।
১১ বছর পর রেড ডেভিলসের হয়ে খেলতে নেমেছেন রোনাল্ডো। আর নেমেই গোলের পর গোল করে চলেছেন ৩৬ বছরের এই পর্তুগিজ মহাতারকা। এবার রোনাল্ডোর প্রশংসায় মাতলেন আর এক মহাতারকা লিওনেল মেসি। ম্যানচেস্টার ইউনাইটেডে রোনাল্ডোর ফিরে আসা নিয়ে মেসি দিলেন বিশেষ বার্তা। এছাড়াও নিজেদের পুরোনো প্রতিদ্বন্দ্বিতা নিয়েও স্মৃতি রোমন্থন করলেন লিও।
স্প্যানিশ পত্রিকা মার্কার সাথে বিশেষ সাক্ষাৎকারে মেসি বলেছেন, "ক্রিশ্চিয়ানো আগে থেকেই ক্লাবটির সাথে পরিচিত ছিল, তবে এবার পরিস্থিতি অন্য ছিল আর এখন ও অসাধারণ ভঙ্গিতে সেখানে মানিয়ে নিয়েছে। শুরু থেকে, ও স্বভাবোচিত রুপে গোল করে যাচ্ছে এবং মানিয়ে নিতে কোনও সমস্যাই হয়নি।"
এদিকে ম্যানচেস্টার ইউনাইটেডের বর্তমান খারাপ ফর্ম ও ওলে গানার সোল্কজায়েরের বিদায় নিয়েও কথা বলেছেন মেসি। তিনি বলেছেন, "প্রিমিয়ার লিগ খুবই কঠিন প্রতিযোগিতা এবং সমান সমানে লড়াই হয়। আর এর জেরে আকছারই পরিস্থিতি বদলে যায়। ডিসেম্বরের পর থেকে অনেক পরিবর্তন আসে এবং যা খুশি হতে পারে।"
লা লিগায় দীর্ঘ অনেক বছর ধরে রিয়াল মাদ্রিদ ও বার্সিলোনার প্রতিদ্বন্দ্বীতাকে আরও চরমে তুলে নিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও লিওনেল মেসি। তবে রোনাল্ডোর বিদায়ের পর কি মিস করেন সেই প্রতিদ্বন্দ্বীতা? এই নিয়ে মেসি বলেছেন, "অনেকটা সময় পেরিয়ে এসেছে যখন আমরা একই লিগে লড়তাম। আমরা কেবল ব্যক্তিগত পর্যায়ে নয়, বরং দলগত পর্যায়ে একই লক্ষ্যের জন্য লড়াই করেছি। খুব সুন্দর মঞ্চ ছিল এটি এবং লোকেদের জন্যও খুব ভালো ছিল কারণ তারা প্রচন্ড উপভোগ করেছে। এটি একটি সুন্দর স্মৃতি যা ফুটবল ইতিহাসে থেকে যাবে।"