২০২৬ বিশ্বকাপ কি খেলবেন লিওনেল মেসি? নিজেই দিলেন বড় আপডেট

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : গত বছরের ডিসেম্বর মাসে স্বপ্নপূরণ করেছিলেন লিওনেল মেসি। ৩৬ বছর পর আর্জেন্টিনাকে বিশ্বজয়ী করিয়েছিলেন মেসি। সেই আনন্দ, সেই উচ্ছ্বাস আজও গোটা বিশ্বে বিদ্যমান।
কিন্তু এরই সাথে আরও একটি প্রশ্ন উঠে আসছে, এটিই কি মেসির শেষ বিশ্বকাপ? আগামী ২০২৬ বিশ্বকাপ যখন খেলা হবে, তখন মেসির বয়স ৩৯ বছর। এই পরিস্থিতিতে কি আদৌ ২০২৬ বিশ্বকাপ।খেলা সম্ভব মেসির জন্য?
এই সম্ভাবনার কথা একেবারেই উড়িয়ে দিচ্ছেন না খোদ আর্জেন্টিনা অধিনায়ক। আর্জেন্টিনার জনপ্রিয় পত্রিকা ডিয়ারিও ওলেকে দেওয়া সাক্ষাতকারে মেসি বলেছেন, "বয়সের জন্য হয়ত ২০২৬ সালে খেলা কঠিন হবে।"
কিন্তু এরপর মেসি বলেছেন, "আমি ফুটবল খেলতে ভালোবাসি এবং যতদিন মনে হবে আমি শারীরিকভাবে সক্ষম আর এটি উপভোগ করছি, আমি খেলা চালিয়ে যাব। পরের বিশ্বকাপ আসতে এখনও অনেকটা সময় রয়েছে, তবে সেটি নির্ভর করবে আমার কেরিয়ার কোন দিশায় এগোচ্ছে।"
আগামী বিশ্বকাপ আয়োজিত হবে মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়। এই মুহুর্তে বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতাদের দৌড়ে রয়েছেন মেসি। মিরোস্লাভ ক্লোজের থেকে তিন গোল দূরে রয়েছেন লিও।
তবে ২০২৬ বিশ্বকাপে খেলার বিষয়ে দোনামোনায় থাকলেও, মেসি আগামী বছর কোপা আমেরিকায় খেলার ইচ্ছাপ্রকাশ করেছেন।
এই নিয়ে মেসি বলেছেন, "আমি আরও কিছুদিন থাকব, আমায় এটি উপভোগ করতে হবে।"
মার্কিন যুক্তরাষ্ট্রে আয়োজিত হতে চলা কোপা আমেরিকায় নিজেদের খেতাব ধরে রাখতে মুখিয়ে থাকবে আর্জেন্টিনা।