কেরল এবার মারাদোনাময়! জহরলাল নেহেরু স্টেডিয়ামে তৈরী হবে মারাদোনা প্যাভিলিয়ন

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ ২০২২ বিশ্বকাপে দেখা গেছিল ভারত এবং বাংলাদেশ এই দুই দেশে আর্জেন্টিনা সমর্থকদের দারুণ উত্তেজনা। তাদের স্বার্থহীন সমর্থনে মুগ্ধ হয়ে ধন্যবাদ জানিয়েছিলেন স্বয়ং মেসির মা। ভারতে বিশ্বকাপ নিয়ে সবচেয়ে বেশি উন্মাদনা দেখা যায় কেরালায়। বড় বড় কাট আউট হোক কিংবা হাজার হাজার সমর্থকদের খেলা দেখা। সবকিছুতেই তারা টেক্কা দিয়েছেন গোটা বিশ্বকে।
তবে এবার শুধু আর্জেন্টিনার দলকে সমর্থনই নয়। কেরালার মানুষরা আর্জেন্টিনার প্রতি তাদের ভালোবাসা ব্যক্ত করতে এবার এগতে চলছেন আরও এক ধাপ। খবর অনুযায়ী, কোচির জহরলাল নেহেরু আন্তর্জাতিক স্টেডিয়ামের একটি প্যাভিলিয়নের নাম আর্জেন্টিনার প্রয়াত কিংবদন্তি ফুটবলার দিয়েগো মারাদোনার নামে করতে চলেছে।
শোনা যাচ্ছে যে, জহরলাল নেহেরু আন্তর্জাতিক স্টেডিয়ামের মালিক সংস্থা দ্য গ্রেটার কোচিন ডেভেলপমেন্ট অথারিটি (জিসিডিএ) এই উদ্যোগ নিয়েছে। প্যাভিলিয়নটির নাম হতে চলেছে 'মারাদোনা এক্সপিরিয়েন্স সেন্টার'। এটি তৈরী হতে চলেছে আর্জেন্টিনার ফুটবল ক্লাব গোল্ডেনবল ইন্টারন্যাশনাল এলএলসির সাহায্যে।
মারাদোনা এক্সপিরিয়েন্স সেন্টারে থাকতে চলেছে হলগ্রাফিক মিউজিয়াম যেখানে গেলে ফুটবল ভক্তরা মারাদোনার গোটা জীবনিটি জানতে পারবেন। এছাড়াও থাকছে মারাদোনা স্টোর। কেরালায় এটি প্রথম কিংবদন্তী ফুটবল প্যাভিলিয়ন হতে চলেছে।