এক বছর কারাবাসের শাস্তি পেলেন সুপারস্টার ফরোয়ার্ড করিম বেঞ্জেমা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ফ্রান্সের ভার্সেইয়ের ক্রিমিনাল আদালতের সভাপতি বুধবার ঘোষণা করেছেন, তারকা ফরাসি ফরোয়ার্ড করিম বেঞ্জেমাকে এক বছরের সাসপেন্ডেড কারাবাস ও ৭৫ হাজার ইউরো জরিমানার শাস্তি দিয়েছে।
২০১৫ সালে ফ্রান্স জাতীয় দলের সতীর্থ ম্যাথিউ ভালবুয়েনার সেক্স টেপ রেকর্ড করে তা ব্ল্যাকমেইল করেছিলেন। আর সেই সংক্রান্ত মামলার শুনানি হল বুধবার।
তবে সাসপেন্ডেড কারাবাস হওয়ায় এখনই জেলে ঢুকছেন না বেঞ্জেমা। এই শাস্তির জেরে অভিযুক্তের কাছে কিছুটা সময় থাকে নিজেদের নির্দোষ প্রমাণ করার জন্য। সেই সময় থেকে বেঞ্জেমা এই অভিযোগ অস্বীকার করেছেন এবং জানিয়েছেন, তিনি ভালবুয়েনাকে সাহায্য করেছেন এই ভিডিও সরিয়ে দেওয়ার জন্য।
আর এর জেরে আবারও কেরিয়ার সংকটে পড়তে পারে ৩৩ বছরের স্ট্রাইকারের। ২০১৫ সালে এই কান্ডের পর ফ্রান্স জাতীয় দল থেকে বহিষ্কৃত হয়েছিলেন বেঞ্জেমা, আর তারপর চলতি বছরে আবার সুযোগ পান তিনি।
বুধবার রাতে এফসি শেরিফের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে নামবে রিয়াল মাদ্রিদ, আর সেই ম্যাচ খেলতে ফ্রান্সের জাতীয় শিবির থেকে। যদিও শুনানির সময় ভার্সাইতে উপস্থিত ছিলেন না বেঞ্জেমা, এমনকি উপস্থিত ছিলেন না ভালবুয়েনা, যিনি বর্তমানে গ্রিসের ক্লাব অলিম্পিয়াকোসে খেলেন।