বায়ার্ন মিউনিখের নয়া কোচ হতে পারেন জুলিয়েন নাগেলসম্যান, দিতে হতে পারে রেকর্ড অর্থ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : চলতি মরশুমে কিছুটা অস্বস্তিতে রয়েছে বায়ার্ন মিউনিখ। উয়েফা চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় এবং ডিএফবি পোকাল কাপের দ্বিতীয় রাউন্ডে বিদায় নিয়েছে বায়ার্ন। যদিও বুন্দেশলিগায় শীর্ষস্থানেই রয়েছে তারা, তবে কোচ বদলের পালা হতে চলেছে আগামী মরশুমে।
গত মরশুমে ছয়টি ট্রফি জেতানো কোচ হান্সে ফ্লিকের সাথে বিরোধ লেগেছে স্পোর্টিং ডিরেক্টর হাসান সালিহামিডিজের। আর এর জেরে চলতি মরশুম শেষে ক্লাবের দায়িত্ব ছাড়বেন ফ্লিক। এই পরিস্থিতিতে নয়া কোচ হিসেবে বায়ার্ন ম্যানেজমেন্টের পছন্দ তরুণ জার্মান কোচ জুলিয়েন নাগেলসম্যানকে। তবে এই কোচকে আনতে গেলে রেকর্ড অর্থ দিতে হবে বায়ার্নকে।
নাগেলসম্যানের বর্তমান ক্লাব আরবি লিপজিগ প্রায় ৩০ মিলিয়ন ইউরো ফি চাইছে বায়ার্ন মিউনিখের কাছে। আর এই পরিমাণ অর্থ এর আগে কোনও কোচের জন্য খরচ হয়নি। বেশি অর্থ খরচ না করায় বিশ্বাসী বায়ার্নের কাছে এটি নিঃসন্দেহে একটি বড় চ্যালেঞ্জ। জার্মান তথা বিশ্ব ফুটবলে নাগেলসম্যান বড় নাম হিসেবে উঠে এসেছেন, তার আক্রমণাত্মক খেলা বায়ার্নের সাথে যায়। আর এর জেরে নাগেলসম্যানকে পেতে লিপজিগের সাথে দর কষাকষির লড়াইয়ে নামতে পারে বায়ার্ন।
মাত্র ৩৩ বছর বয়স জুলিয়েন নাগেলসম্যানের, এবং ইতিমধ্যেই পাঁচ বছর ধরে বুন্দেশলিগায় কোচিং করাচ্ছেন তিনি। ২৮ বছর বয়সে হফেনহাইমের কোচ হিসেবে নিযুক্ত হন নাগেলসম্যান। অবনমনের আওতায় থাকা হফেনহাইমকে চ্যাম্পিয়নস লিগের পথ দেখিয়েছিলেন তিনি। এরপর আরবি লিপজিগের দায়িত্ব নিয়ে অনেক উচ্চতায় নিয়ে গিয়েছেন ক্লাবটিকে। ২০১৯-২০ চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালে লিপজিগ হেরে যায় প্যারিস সেইন্ট জার্মেইনের কাছে। চলতি মরশুমে বুন্দেশলিগায় দ্বিতীয় স্থানে রয়েছে লিপজিগ।
এদিকে আসন্ন ইউরোর পর জোয়াকিম লোয়ের বিদায়ে নয়া জার্মান কোচ হিসেবে নিযুক্ত হতে পারে হান্সে ফ্লিক। জার্মান ফুটবল ফেডারেশনের স্পষ্ট বার্তা ছিল, চুক্তির আওতায় থাকা কোনও কোচকে জাতীয় দলের দায়িত্ব দেওয়া হবে না, আর সেই মতই হয়ত বায়ার্নের দায়িত্ব ছাড়ছেন ফ্লিক।