হায়দ্রাবাদ এফসিকে নিয়ে প্রচন্ড সতর্ক জুয়ান ফেরান্ডো, শুভাশিসের চোট নিয়ে দিলেন আপডেট

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : পরপর দুই ম্যাচে ফর্মের তুঙ্গে এটিকে মোহনবাগান। এবার সামনে শক্তিশালী হায়দ্রাবাদ এফসি, যারা আপাতত কেবল একটি ম্যাচেই পরাজয় স্বীকার করেছে। এই পরিস্থিতিতে হায়দ্রাবাদকে হারালেও লিগ শীর্ষে উঠে যাবে এটিকে মোহনবাগান।
পরপর দুই ম্যাচ জিতে কেমন পরিস্থিতি এটিকে মোহনবাগানে? প্রস্তুতি কেমন? এই নিয়ে বিশেষ বার্তা দিয়েছেন এটিকে মোহনবাগান কোচ জুয়ান ফেরান্ডো। হায়দ্রাবাদ এফসি ম্যাচের আগে এটিকে মোহনবাগান মিডিয়াকে একান্ত সাক্ষাৎকার দিলেন ফেরান্ডো।
হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে ম্যাচ নিয়ে ফেরান্ডো বলেছেন, "খুবই বড় ম্যাচ, খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ। হায়দ্রাবাদ এফসি খুবই ভালো দল এবং ওদের খেলা খুবই ভালো। ওরা আমাদের বেগ দিতে পারে। বুধবার বেশ উত্তেজক ম্যাচে জড়াতে চলেছি আমরা।"
হায়দ্রাবাদ এফসির শক্ত নিয়ে ফেরান্ডো বলেছেন, "হায়দ্রাবাদের প্রচুর শক্তিশালী জায়গা রয়েছে। প্রথমেই ওদের সেন্টার ব্যাক দুজন, দুই সাইড ব্যাক সব সময় আক্রমণের জন্য মুখিয়ে থাকে। জোয়াও ভিক্টরের নেতৃত্বে দলটা পুরো খেলে। এডু গার্সিয়া দলের একজন পারফেক্ট নম্বর ১০, আক্রমনে দলকে সাহায্য করে। আর ওগবেচে তো রয়েইছে, একজন সঠিক নাম্বার ৯।"
শুভাশিস বোসের চোট নিয়ে আক্ষেপের সুরে ফেরান্ডো বলেছেন, "ওর চোট এখনও একই রয়েছে। আমি দুঃখিত ওর জন্য কারণ ও একজন ভালো খেলোয়াড়। কিন্তু জরুরি হল ওর দ্রুত সুস্থ হয়ে ওঠা এবং খেলোয়াড়দের ওর সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়ায় সাহায্য করা। বাকি কিছু খেলোয়াড়দেরও কিছু সমস্যা রয়েছে, তবে আমরা পরিস্থিতি কাটিয়ে নেওয়ার চেষ্টা করছি।"
পরের ম্যাচ জিতে কি জয়ের হ্যাটট্রিক গড়তে পারবে এটিকে মোহনবাগান? এই নিয়ে ফেরান্ডো বলেছেন, "প্রতিটা ম্যাচই গুরুত্বপূর্ণ। খুব ভালো সুযোগ আমাদের জন্য, খুব ভালো সুযোগ খেলোয়াড়দের জন্য, খুব ভালো সুযোগ দলের জন্য - কারণ ওরা গত দুই সপ্তাহ ধরে প্রচন্ড পরিশ্রম করছে।"