এফসি গোয়াকে নিয়ে আবেগপ্রবণ হলেও এটিকে মোহনবাগানের উন্নতিতে মগ্ন জুয়ান ফেরান্ডো

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : এটিকে মোহনবাগানের হয়ে অভিষেক ম্যাচেই ভাগ্য ফিরিয়ে দিয়েছেন জুয়ান ফেরান্ডো। নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে জয় হাসিল করেছেন। তবে এবার সামনে এফসি গোয়া, যে ক্লাবকে মাঝপথে ছেড়ে এটিকে মোহনবাগানে এসেছেন ফেরান্ডো।
ফলে পুরোনো দলকে পেয়ে কি ভাবছেন ফেরান্ডো? কি প্রস্তুতি নিচ্ছেন? কেমন লাগছে নতুন ক্লাবে এসে? এটিকে মোহনবাগান মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে একাধিক প্রশ্নের উত্তর দিয়েছেন ফেরান্ডো।
এটিকে মোহনবাগানের মত ক্লাবে এসে কেমন লাগছে? এই নিয়ে জুয়ান বলেন, "খুবই খুশি এই ক্লাবে আসতে পেরে। এই ক্লাবের একটি লক্ষ্য রয়েছে। এখন আমি এখানে এসেছি এবং খেলোয়াড়দের উন্নতির জন্য কাজ করছি এবং একটি দল গড়তে চাইছি।"
এক সপ্তাহ হয়ে গেল ফেরান্ডোর আগমণে, এর মধ্যে কেমন প্রস্তুতি হয়েছে দলের? ফেরান্ডোর কথায়, "বিষয়টি হচ্ছে প্রত্যাশার, খেলোয়াড়রা প্রত্যাশা করছে নতুন কোচ কি করবে। খেলোয়াড়দের সেরাটা আনার জন্যই আমি কাজ করব এবং দিনে দিনে আমরা সেই প্রক্রিয়া চালাব। তবে বিষয়টি কঠিন কারণ আপনি যদি পুরো মরশুম পান, তাহলে আপনি ভালোভাবে কাজ করতে পারবেন, আপনি সময় পাবেন অনুশীলন করার জন্য। কিন্তু এই মুহুর্তে পরিস্থিতি কঠিন কারণ আমরা মাঝ মরশুমে রয়েছি। কিন্তু আমি খুশি খেলোয়াড়রা শিখতে চাইছে এবং এটি আমাদের জন্য ভালো।"
এটিকে মোহনবাগানে খেলোয়াড়দের মান ও ক্ষমতা নিয়ে জুয়ানের বার্তা, "আমার মতে এই দলের মান খুবই উঁচু অবশ্যই। কিন্তু এখন বুঝতে হবে ফুটবল শুধু গুণগত মান নয়, জরুরি একটি দল হিসেবে খেলার, জরুরি প্রতিদিন নিজেদের আরও ভালো করার। এখন জরুরি হল পরিকল্পনা তৈরি করে সেই পরিকল্পনাকে বিশ্বাস করতে হবে খেলোয়াড়দের।"
এটিকে মোহনবাগানে যোগ দিয়ে ফেরান্ডো জানিয়েছেন, দলে তিনি নিজের ধরণের ফুটবলের প্রভাব আনবেন। সেই নিয়ে এক সপ্তাহ পর ফেরান্ডোর জবাব, "আমাদের আক্রমণের একটি নিজস্ব ধরণ থাকবে, ৯০ শতাংশ সময়ে প্রতিপক্ষের বক্সে থাকতে হবে, আগ্রাসী প্রেসিং, হাই লেভেল প্রেসিং করতে হবে। আক্রমণের সময় পজেশন ধরে রাখা, প্রয়োজনে ডিফেন্ডাররা এসে আক্রমণে সাহায্য করবে। এবং আমাদের বুঝতে হবে কোথায় জায়গা রয়েছে এবং সেই জায়গায় কিভাবে আক্রমণ করতে হবে। এটা দিনে দিনে তৈরি হবে যখন খেলোয়াড়রা একটি দল হিসেবে খেলবে।"
এফসি গোয়া থেকে একেবারে শেষ মুহুর্তে এটিকে মোহনবাগানের দায়িত্ব নিয়েছেন ফেরান্ডো। কি অনুভূতি হয়েছিল সেই সময়ে? এই নিয়ে স্প্যানিশ কোচ বলেছেন, "এই অনুভূতি প্রকাশ করা মুশকিল। তবে এখন আমার প্রাথমিক লক্ষ্য হল দলের উন্নতি করা। আমি এফসি গোয়ার উন্নতির জন্য কাজ করেছিলাম, কিন্তু কখনও কখনও এই ধরণের কাজ করতেই হয়।"