কেন ফ্লোরেন্তিন পোগবাকে সই করাল এটিকে মোহনবাগান? এই যুক্তি দিলেন জুয়ান ফেরান্ডো

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : এর আগে তিরির পরিবর্ত হিসেবে অস্ট্রেলিয়ান সেন্ট্রাল ডিফেন্ডার ব্রেন্ডান হ্যামিলকে সই করিয়েছিল এটিকে মোহনবাগান। আন্দাজ করা হয়েছিল, মাঝমাঠে বা ফরোয়ার্ডে বড় কোনও বিদেশীকে সই করাবে তারা।
কিন্তু সকলকে চমকে দিয়ে আরও এক বিদেশী সেন্ট্রাল ডিফেন্ডারকে সই করিয়েছে এটিকে মোহনবাগান। শনিবার এটিকে মোহনবাগান ঘোষণা করে, গিনির জাতীয় দলের ফুটবলার ফ্লোরেন্তিন পোগবাকে সই করেছে তারা। ফ্রান্সের দ্বিতীয় ডিভিশনের ক্লাব এফসি সোশো থেকে পোগবাকে আনে এটিকে মোহনবাগান।
এবং এর জেরে প্রশ্ন উঠেছে, এক বিদেশী সেন্ট্রাল ডিফেন্ডার থাকতে আরও এক বিদেশী ডিফেন্ডারকে কেন সই করাল এটিকে মোহনবাগান? ফ্লোরেন্তিনকে নেওয়া নিয়ে এবার বড় বার্তা দিলেন কোচ জুয়ান ফেরান্ডো।
এটিকে মোহনবাগান মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে ফেরান্ডো বলেছেন, “পোগবা একজন লক্ষ্যে স্থির থাকা ফুটবলার। যে সব সময় সেরাটা দিতে চায়। এবং স্বাচ্ছন্দের এলাকা থেকে বেরিয়ে এসে নিজেকে প্রমাণ করার চেষ্টা করে। রক্ষণ থেকে আক্রমণ তৈরি করতে পারে। ফরোয়ার্ডদের গোল করার জন্য ভাল পাস দিতে পারে। প্রতিপক্ষের আক্রমণ সহজেই বুঝতে পারে এবং আটকাতে পারে।"
সুতরাং বোঝা যাচ্ছে, বিল্ড আপ ফুটবল তৈরি করার জন্যই ফ্লোরেন্তিনকে সই করিয়েছে এটিকে মোহনবাগান। ডিফেন্স থেকে খেলা তৈরি করতে যেমন সক্ষম, তেমনি প্রয়োজনে আক্রমণেও আসতে পারেন তিনি। সেন্ট্রাল ডিফেন্স ছাড়াও লেফট ব্যাকে পারদর্শী ফ্লোরেন্তিন পোগবা।