দুষ্কৃতীদের সাথে লড়াই করে আহত ম্যানচেস্টার সিটির তারকা ফুটবলার জোয়াও ক্যানসেলো

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ম্যানচেস্টার সিটির তারকা পর্তুগিজ উইংব্যাক জোয়াও ক্যানসেলো আঘাত পেয়েছেন। জানা গিয়েছে, তার বাড়িতে চারজন দুষ্কৃতী চুরি করতে আসে, আর সেই সময় তাদের আটকাতে যান ক্যানসেলো। কিন্তু ঐ দুষ্কৃতীরা তাকে আক্রমণ করে।
এই নিয়ে নিজের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন ক্যানসেলো। এই আক্রমণের সময়ে, ক্যানসেলোর সাথে ছিলেন তার প্রেমিকা ড্যানিয়েলা মাচাদো ও দুই বছরের মেয়ে অ্যালিসিয়া। এই আক্রমণের জেরে ক্যানসেলোর ডান চোখের নীচে কেটে যায়।
এই ঘটনা নিয়ে ক্যানসেলো লিখেছেন, "দুর্ভাগ্যবশত আমায় চার কাপুরুষ আক্রমণ করেছে যখন আমি আমার পরিবারকে বাঁচাতে চেষ্টা করেছি। যখন আপনি প্রতিরোধ দেখান তখন এমনটা হয়। ওরা আমার সমস্ত গয়নাগাটি নিয়ে চলে গিয়েছে এবং আমার মুখে এই আঘাত করেছে।"
"আমি জানি না মানুষ কি করে এত হিংস্র হয়। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় আমার কাছে হল আমার পরিবার, এবং সৌভাগ্যবশত তারা সবাই ঠিক আছে। আর আমি জীবনে এত বাধা পেরোনোর পর, এটি আরও একটি ঘটনা যা আমায় অতিক্রম করতে হবে। প্রতিবারের মতই আমায় শক্তিশালী থাকতে হবে।"