অঘটন ঘটিয়ে শেষ ষোলোয় জাপান, হেরেও পরের রাউন্ডে উঠল স্পেন

জাপান - ২ (রিতসু দোয়ান, আও তানাকা)
স্পেন - ১ (আলভারো মোরাতা)
এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : চলতি বিশ্বকাপে আরও এক অঘটন ঘটিয়ে দিল এশিয়া জায়ান্টস জাপান। প্রথম ম্যাচে জার্মানিকে হারানোর পর এবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে শক্তিশালী স্পেনকে হারিয়ে দিল জাপান।
যদিও শুরু থেকে স্পেন আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে। ১১ মিনিটে সেজার অ্যাজপিলিকুয়েতার ক্রসে গোল করেন আলভারো মোরাতা। প্রথমার্ধ জুড়ে জাপানকে শ্বাসই নিতে দেয়নি স্প্যানিশ আর্মাডা। এবং কার্যত একতরফা ফুটবল খেলছিল স্পেন।
তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় জাপান। ৪৮ মিনিটে স্পেনের ভুল ডিফেন্ডিংয়ের সুযোগ নিয়ে রিতসু দোয়ান জোরালো শট মারেন, যা পরাস্ত করে স্প্যানিশ গোলকিপার উনাই সিমোনকে। এর তিন মিনিট পরেই এগিয়ে যায় জাপান। কাওরো মিতোমার পাসে গোল করেন আও তানাকা। যদিও রিপ্লেতে দেখা যায়, মিতোমা যখন পাস বাড়াতে যান, তখন বলটি সম্ভবত লাইন পেরিয়ে গিয়েছিল। যদিও ভিএআর সেটিকে গোল হিসেবে ন্যায্যতা দেয়।
আর পরপর দুই গোল খাওয়ার পর কিছুটা থমকে যায় স্পেন। আনসু ফাতি, ফেরান টোরেস, মার্কো।অ্যাসেনসিওরা নামলেও জয় আর আসে না স্পেনের।
আর এই জয়ের সৌজন্যে গ্রুপ ই থেকে শীর্ষস্থানীয় দল হিসেবে শেষ ষোলোয় উঠল জাপান। অন্যদিকে হার সত্ত্বেও বড় গোল পার্থক্য থাকার সৌজন্যে পরের রাউন্ডে উঠল স্পেন।