আমরাই যোগ্য ছিলাম! ইউরো ২০২০ জয়ের পর বার্তা আজ্জুরি অধিনায়ক জর্জিও চিয়েলিনির

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ইংল্যান্ডকে ঘরের মাঠে হারিয়ে ইউরোপ সেরা হল ইতালি। পেনাল্টি শুট আউটে থ্রিলার জয়ের মাধ্যমে আবারও শৃঙ্গজয় করল আজ্জুরিরা। ২০১৮ বিশ্বকাপে না খেলা থেকে এই জায়গায় আসা - সত্যিই অনবদ্য। আর অধিনায়ক হিসেবে জর্জিও চিয়েলিনির অনুভূতি অন্য মাত্রায় যাচ্ছে।
ম্যাচের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে চিয়েলিনি বলেন, "আমরা জিতেছি, মনে হয় যোগ্য হিসেবেই। আমরা ম্যাচেই আগেই আভাস পেয়েছিলাম। আমরা মে মাসের শুরু থেকে বলে গিয়েছিলাম আর আমরা এটির যোগ্য, গোটা ইতালি এটির যোগ্য। এটি অসাধারণ একটি অনুপ্রেরণা ছিল। প্রত্যেককে ধন্যবাদ যারা গত তিন বছর ধরে এই গোষ্ঠীর অংশ হিসেবে ছিল এবং আমরা সেই সকল খেলোয়াড়দের উতসর্গ করতে চাই যারা নিজেদের ঘর থেকে দেখছে।"
ম্যাচ নিয়ে চিয়েলিনি বলেন, "আমাদের মূল চাবিকাঠি ছিল উপভোগ করে ফুটবল খেলা। আমরা খেলা নিয়ন্ত্রণে রাখতে চেয়েছিলাম, পজেশন রাখতে চেয়েছিলাম। দুই মিনিটে বড় ধাক্কা পাওয়ার পরেই, আমরা বাকি ম্যাচে দাপট বজায় রেখেছি আর যেন-তেন-প্রকারেণ আমাদের ট্রফিটি দরকার ছিল।"
এদিকে পরপর দুটি পেনাল্টি বাঁচান জিয়ানলুইগি ডোনারুম্মা। তরুণ গোলকিপারের প্রশংসায় চিয়েলিনি বলেন, "আমাদের জিজিওনে (জিয়ানলুইগি বুফোঁ) ছিল। আমরা জিজি থেকে জিজিওতে গিয়েছি। এভাবে জেতাই উচিত ছিল। সমস্ত মানুষ এবং সমর্থকদের জন্য এটি দরকার ছিল।"