লোকাটেল্লি ম্যাজিকে সুইসদের চুপ করিয়ে দিল ইতালির ঝোড়ো আক্রমণ

ইতালি - ৩ (ম্যানুয়েল লোকাটেল্লি - ২, সিরো ইম্মোবিলে)
সুইজারল্যান্ড - ০
এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : পরপর দুই ম্যাচে দাপুটে জয়, আর এর জেরে প্রথম দল হিসেবে নক আউট পর্বে উঠল ইতালি। গ্রুপ এ এর ম্যাচে সুইজারল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে নিজেদের অপরাজেয় তকমা বজায় রাখল রবার্তো মানচিনির ছেলেরা।
দুর্দান্ত ফুটবল খেলে শুরু করেছিল ইতালি। ২০ মিনিটে মাথায় জর্জিও চিয়েলিনির গোল বাতিল হয় ভিএআরে। এরপর ২৬ মিনিটে ডমিনিকো বেরার্ডির ক্রসে সহজেই গোল করে নেন ম্যানুয়েল লোকাটেল্লি। এরপর দ্বিতীয়ার্ধের শুরুতে লোকাটেল্লি বাঁ পায়ের জোরালো শটে পরাস্ত করেন সুইস গোলকিপার ইয়ান সোমারকে। আর তারপর খেলা শেষের কয়েক মিনিট আগে দুর্দান্ত গোল করেন সিরো ইম্মোবিলে।
৬০ মিনিট অবধি ইতালীয় ডিফেন্সকে ভাঙতে অক্ষম থেকেছিল সুইসরা। কিন্তু এরপর দুইবার বড় সুযোগ পায় সুইজারল্যান্ড, যদিও দুটি দুর্দান্ত সেভ দেন ইতালির গোলকিপার জিয়ানলুইগি ডোনারুমা।
আর এই জয়ের জেরে টানা ২৯টি ম্যাচ অপরাজেয় থেকে গেল ইতালি। এছাড়া পরপর নয় ম্যাচ কোনও গোল খায়নি ইতালির ডিফেন্স, যেন মনে করিয়ে দিচ্ছে মালদিনিদের সময়। এরপর রবিবার ওয়েলসের বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচে নামবে ইতালি।