আইএসএলের সময়সূচিতে আসছে এই অভিনব পরিবর্তন, পরিবর্তিত হতে চলেছে খেলা শুরুর সময়

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বিগত কয়েক বছর ধরে ইন্ডিয়ান সুপার লিগের ম্যাচগুলি রাত আটটায় শুরু হলেও গত বছর তা সন্ধ্যে সাড়ে সাতটায় শুরু হয়েছিল। এদিকে গত বছর ডাবল হেডারের ক্ষেত্রে প্রথম ম্যাচ বিকেল সাড়ে পাঁচটা ও পরের ম্যাচ সন্ধ্যে সাড়ে সাতটায় শুরু হয়েছিল।
কিন্তু আসন্ন আইএসএলে সেই সময়ের পরিবর্তন হতে চলেছে। সর্বভারতীয় এক সংবাদ সংস্থাকে আইএসএলের একটি ক্লাবের সূত্র জানিয়েছেন, সাড়ে সাতটায় একটি ম্যাচ আয়োজিত হলেও ডাবল হেডারের সময়সূচিতে পরিবর্তন আসছে। জানা গিয়েছে, সাড়ে পাঁচটায় যে খেলা হত, তা পিছিয়ে দিয়ে করা হবে রাত সাড়ে নয়টায়।
এই নিয়ে সেই সূত্র বলেছেন, "লিগ সমস্ত ক্লাবকে সপ্তাহান্তে হওয়া ডাবল হেডার শুরুর পরিবর্তন নিয়ে জানিয়েছে। খেলোয়াড়দের দিক থেকে দেখতে গেলে, সাড়ে নয়টার খেলার সিদ্ধান্তকে সবাই স্বাগত জানাবে যেহেতু এতে প্রচন্ড আর্দ্রতার মাঝে খেলা থেকে নিশ্চয়তা দেবে।"
এদিকে আইএসএল ২০২১-২২ মরশুমের পূর্ণাঙ্গ সূচি আগামী সপ্তাহের মধ্যে প্রকাশিত হবে, এমনটাই জানিয়েছেন আরও এক ক্লাবের সূত্র। এবং সেই সূত্রও সপ্তাহান্তের ডাবল হেডারের সময় পরিবর্তনের বিষয়ে নিশ্চয়তা দিয়েছে।