ভারতীয় ফুটবল কিংবদন্তি মহম্মদ সেলিমের বায়োপিক আসছে শীঘ্রই

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ ভারতীয় ফুটবল ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ ফুটবলার তথা ইউরোপে খেলা প্রথম ভারতীয় ফুটবলার মহম্মদ সেলিমের বায়োপিক আসছে শীঘ্রই।
ভারতীয় ফুটবলের জাদুকর সেলিম, মহামেডান ক্লাবে নিজের ফুটবলার কেরিয়ার শুরু করার পর, ১৯৩৬ সালে সেল্টিক ফুটবল ক্লাবের হয়ে খেলার সুযোগ পান।
ট্রায়াল দিয়ে সেল্টিকে সুযোগ পাওয়ার পর মহম্মদ সেলিম সেল্টিকের হয়ে দুটি প্রীতি ম্যাচ খেলেছিলেন। প্রথম ম্যাচটিতে তিনি পেনাল্টি থেকে গোল করেছিলেন। এবং দ্বিতীয় ম্যাচে সেল্টিক ৭ গোলে জয় লাভ করে যার মধ্যে তিনটি গোলের সাথে যুক্ত ছিলেন সেলিম। এই ম্যাচেও তিনি পেনাল্টি থেকে গোল করার সুযোগ পান কিন্তু তিনি পেনাল্টি মারতে রাজি হন নি। এরপর নিজের পরিবার ও ঘরের টানে তিনি ইউরোপের বড় বড় ক্লাবের অফার থাকতেও ফিরে আসেন নিজের দেশে।
সেলিমের খেলা দেখে ইউরোপীয় ফুটবল ভক্তরা বলতেন, "পাস দ্য বল টু সেলিম"। খালি পায়ে ব্যান্ডেজ বেধে খেলা সেলিম সেই সময় নিজের প্রতিভা স্বল্প সময়ের মধ্যেই ফুটিয়ে তুলেছিলেন গোটা বিশ্বে।
মহম্মদ সেলিমের বায়োপিক সম্পর্কিত বিস্তারিত তথ্য আসছে এক্সট্রা টাইম বাংলার ফেসবুক এবং ইউটিউব পেজে। ভিডিও দেখতে নজর রাখুন এক্সট্রা টাইম বাংলায়।