উত্তেজক ম্যাচে ড্র, আফগানদের ঘাম ছুটিয়ে দিয়ে এশিয়ান কাপে আরও এগোল ভারত

ভারত - ১ (ওভেইস আজিজি - নিজ গোল)
আফগানিস্তান - (হোসেইন জামানি)
এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : যোগ্য ফলই পেল টিম ইন্ডিয়া। আফগানিস্তানের বিরুদ্ধে উত্তেজক ম্যাচে ড্র করল ভারত। আর এর জেরে এশিয়ান কাপ যোগ্যতা অর্জন তৃতীয় পর্বে উঠে গেল ভারত।
শুরু থেকে আক্রমণাত্মক খেলছিল ভারত। আর এর জেরে আফগানিস্তান কার্যত সেভাবে খেলা গড়তে পারছিল না। কিন্তু পরে আফগানরা খেলাটি ধরে নেয়। প্রথমার্ধ গোলশূন্য অবস্থায় শেষ হয়।
এরপর দ্বিতীয়ার্ধে যাবতীয় খেলা চলে। ৭৫ মিনিটে আশিক কুরুনিয়নের ক্রস ধরতেই পারেননি আফগান গোলকিপার ওভেইস আজিজি। যার জেরে এগিয়ে যায় ভারত। তবে ৮২ মিনিটে সমতায় আনেন হোসেইন জামানি। শেষ অবধি ড্রতেই শেষ হয় খেলা।