শেষ ম্যাচেও কাটলো না গোলের খরা, ব্রাজিল ঝড়ে সমর্পণ ভারতের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ বিশ্বকাপ থেকে এর আগেই ছিটকে গেছিল ভারতীয় অনুর্ধ্ব ১৭ মহিলা দল। আজ ব্রাজিলের সাথে ছিল কার্যত নিয়ম রক্ষার ম্যাচ। কিন্তু শেষ ম্যাচেও সেভাবে ছাপ ফেলে যেতে পারলেন না ভারতীয় কন্যারা। ব্রাজিলের অনুর্ধ্ব ১৭ মহিলা দল এক তরফা রাজ করল ভুবনেশ্বরের কলিঙ্গ মাঠে। আমেরিকা এবং মরোক্কের বিরুদ্ধে হারের পর আজ ব্রাজিলের কাছে গ্রুপের শেষ ম্যাচে ৫-০ গোলে পরাজয় স্বীকার করে ভারত।
ম্যাচের প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে যান ব্রাজিলিয়ান মহিলারা। প্রথম দুই ম্যাচে ১১ গোল খাওয়া ভারতীয় দলের থেকে এই ম্যাচে দেশবাসীদের আশা ছিল ভালো ফুটবল এবং বিশ্বকাপে একটি অন্তত গোল। কিন্তু আশা পূরন করতে বিফল হল থমাস ডেনার্বির দল।
ব্রাজিলের হয়ে দুটি করে গোমস আমারো এবং লারা। এছাড়াও ম্যাচের প্রথম গোল গ্যাব্রিয়েল বার্চনের। একতরফা এই ম্যাচে ব্রাজিলের দল গোলমুখি শট নেন মোট ৩০ টি এবং পুরো ম্যাচে তাদের বল পজিশন ছিল ৭৫ শতাংশ।
গ্রুপের অন্য ম্যাচে শক্তিশালী আমেরিকা মরোক্কের বিরুদ্ধে ৪-০ গোলে জয় লাভ করে এবং গ্রুপ শীর্ষে তারা নিজেদের জায়গা পাকা করে নেয়। গ্রুপের দ্বিতীয় স্থানে শেষ করে কোয়ার্টার ফাইনালে ব্রাজিল মুখোমুখি হবে জার্মানির অনুর্ধ্ব ১৭ দলের বিরুদ্ধে।
ফিফা অনুর্ধ্ব ১৭ মহিলা বিশ্বকাপে ভারত সেভাবে নিজেদের মেলে ধরতে না পারলেও ভবিষ্যতে এই দল দেশের মুখ উজ্জ্বল করবে এবং আরও ভালো ইতিহাসের সাক্ষী করবে এই আশা করাই যায়। ব্রাজিল, আমেরিকার মতো শক্তিশালী ফুটবল দলের বিরুদ্ধে ম্যাচ খেলা এক সময় স্বপ্ন ছিল দেশবাসীর। এখন সেটি সফল হওয়ায়, ভবিষ্যতে এইসকল বড় দলের বিরুদ্ধে ভালো ফলাফলের আশা দেখছে দেশের ফুটবলপ্রেমীরা।