প্রয়াত বাংলা ফুটবলের শিক্ষাগুরু সমীর চ্যাটার্জি, ভূষিত হন এক্সট্রা টাইমের সম্মানে

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বড় লোকসান হল বাংলার ফুটবলের। প্রয়াত হলেন বিশিষ্ট ফুটবল প্রশিক্ষক সমীর চ্যাটার্জি। উত্তর ২৪ পরগণার সোদপুরে একের পর এক প্রতিভা তৈরি করেছেন, যারা দিনের পর দিন ভারতীয় ফুটবলে দাপিয়ে খেলেছেন।
সমীর চ্যাটার্জির শিষ্যদের মধ্যে ছিলেন অভ্র মন্ডল, অরিন্দম ভট্টাচার্য, সুব্রত পালের মত তারকা গোলকিপাররা। মেহতাব হোসেনের বেড়ে ওঠাতেও বড় ভূমিকা ছিল সমীর স্যারের। প্রকৃত অর্থে তিনি ছিলেন বাংলা ফুটবলের দ্রোণাচার্য।
এবং ফুটবলের শিক্ষাগুরুকে এক্সট্রা টাইম দিয়েছিল বিশেষ সম্মান। ২০১২ সালে এক্সট্রা টাইম স্টার মেকার অ্যাওয়ার্ড পুরষ্কারে ভূষিত করা হয়েছিল সমীর স্যারকে।
https://m.facebook.com/xtratimesports/photos/a.320594378004031/388120407918094/?type=3&d=m
আজ সমীর স্যারের এই প্রয়াণে এক্সট্রা টাইম সহ গোটা বাংলা ফুটবল মহল শোকাহত। যেন এক মহীরুহ চলে গেলেন।