এফসি গোয়ায় থাকছেন না, অভিমানের সাথে ঘোষণা করে দিলেন ইগর অ্যাঙ্গুলো

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : অল্পের জন্য এবারের আইএসএলের ফাইনালে উঠতে পারেনি এফসি গোয়া। কিন্তু তা সত্ত্বেও গোয়ার হয়ে দুর্দান্ত পারফর্ম করেন স্প্যানিশ ফরোয়ার্ড ইগর অ্যাঙ্গুলো। ২১ ম্যাচে ১৪ গোল করেন ৩৭ বছরের এই ফরোয়ার্ড। কিন্তু তা সত্ত্বেও এএফসি চ্যাম্পিয়নস লিগের জন্য দলে সুযোগ পাননি অ্যাঙ্গুলো। চার বিদেশী থাকার দরুণ জর্গে ওরতিজকে বাছা হয় অ্যাঙ্গুলোর পরিবর্তে।
কিন্তু এরপর এই নিয়ে কোনও কথা বলেননি অ্যাঙ্গুলো। তবে এবার এই বিষয় নিয়ে নিজের অভিমান উগড়ে দিলেন অ্যাঙ্গুলো। এদিকে তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, চলতি ৩১ মে এর পর তিনি এফসি গোয়ার সাথে চুক্তি সই করবেন না।
পোল্যান্ডের একটি সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ইগর অ্যাঙ্গুলো নিজের অভিমান জানিয়ে দেন। তারকা এই স্ট্রাইকার এফসি গোয়ার হয়ে চ্যাম্পিয়নস লিগে সুযোগ না পাওয়া নিয়ে বলেছেন, "হ্যাঁ, আমি খুবই হতাশ হয়েছিলাম। যা আমি মাঠে দেখিয়েছিলাম, যেভাবে আমি আচরণ করেছিলাম, এটি নিশ্চিত ছিল যে আমি এই জায়গা পাব। কিন্তু আপনারা জানেন, কখনও কখনও অন্য কিছু বিষয় গুরুত্বপূর্ণ হয় ফুটবলে।"
এদিকে এফসি গোয়ায় থাকা নিয়ে অ্যাঙ্গুলো স্পষ্ট ভাষায় বলেছেন, "গোয়ার সাথে আমার চুক্তি মে মাসে শেষ হচ্ছে এবং এই মুহুর্তে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি নবীকরণ করব না। আমি দেখব আমার কাছে আর কি অফার আসে এবং শান্ত মাথায় ভাবব কোনটা আমার ও আমার পরিবারের জন্য।"
বর্তমানে ভারতেই রয়েছেন ইগর অ্যাঙ্গুলো, ছুটি কাটাতে ঘুরেছেন বেশ কিছু জায়গায়। কিন্তু দেশে করোনার প্রকোপ বৃদ্ধির জেরে স্প্যানিশ দূতাবাস থেকে নির্দেশ আসায় স্পেনে ফিরে যেতে হচ্ছে অ্যাঙ্গুলোকে, সাথে একরাশ হতাশা ও অভিমান।