ভেবেছিলাম বিশ্বকাপে খেলতে পারব না! ফিরে এসে ঈশ্বর ও সতীর্থদের ধন্যবাদ নেইমারের

অনিলাভ চট্টোপাধ্যায়, কাতার : সোমবার ফিফা বিশ্বকাপের শেষ ষোলো পর্বে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে দাপুটে জয় পায় ব্রাজিল। ৪-১ ফলে জিতে কোয়ার্টার ফাইনালে পৌঁছে যায় সেলেকাওরা। চোট সারিয়ে এই ম্যাচে নামেন নেইমার, এবং পেনাল্টিতে গোল করার পাশাপাশি ভালো পারফর্ম করেছেন তিনি।
আর এভাবে ফিরে আসার জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানান নেইমার। ম্যাচের পর সাংবাদিক বৈঠকে নেইমার বলেন, "প্রথমত, আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাতে চাই, তিনি যে শক্তি আমায় দিয়েছেন মাঠে নামার জন্য, অনুশীলন করার জন্য। ধন্যবাদ জানাতে চাই ফিজিওথেরাপিস্ট ও সতীর্থদের যেভাবে ওরা আমায় অনুপ্রাণিত করেছে। আমি খুব খুশি ফিরে আসতে পেরে। এখন ম্যাচের সেরা হয়েও আমার মনে হয়, গোটা দলই ভালো খেলেছে। আমরা জিতে পরের রাউন্ডে যেতে চেয়েছিলাম আর ঠিক সেটাই হয়েছে।"
গোড়ালিতে চোট সারিয়ে নেমেও আশঙ্কা ছিল, আবারও কি ব্যাথা পাবেন নেইমার? এই নিয়ে তিনি বলেছেন, "না আমি খেলা চলাকালীন গোড়ালিতে কোনও ব্যাথা অনুভব করিনি। আমার মনে হয় আমার পারফর্মেন্স ভালো হয়েছে, তবে আরও উন্নতি করতে হবে। আমরা কখনই শতভাগ সন্তুষ্ট হতে পারব না। তবে আমি খুব খুশি যেভাবে আমার সতীর্থরা পারফর্ম করেছে।"
ব্রাজিলের সমর্থকদের উদ্দেশ্যে নেইমার বলেছেন, "আমি ধন্যবাদ জানাতে চাই যেভাবে ওরা এই সময়টাই আমার পাশে দাঁড়িয়েছে। যখন আমি চোট পেয়েছিলাম, তখন আমি নানারকম চিন্তা করছিলাম। আমি ভয়ে ছিলাম যে আমি হয়ত বিশ্বকাপ খেলতে পারব না।"
"কিন্তু সেই সময়ে আমি সতীর্থদের সমর্থন পেয়েছিলাম, যা আমায় অনেক সাহায্য করেছে। যেভাবে মানুষ আমার জন্য শুভেচ্ছা জানিয়েছে, সেটিকে ধন্যবাদ বলে ছোট করব না। আমি আমার পারফর্মেন্স দিয়ে তাদের খুশি করব, আর ব্রাজিল দলকে আরও বড় জায়গায় নিয়ে যাব।"
সব মিলিয়ে, ব্রাজিলের হয়ে ভালো পারফর্ম করতে মরিয়া থাকবেন নেইমার। এবং গত ২০ বছরের খরা কাটিয়ে ব্রাজিলকে বিশ্বসেরা করার জন্য নিজের সেরাটা দেওয়ার অঙ্গীকার দিলেন নেইমার।