হায়দ্রাবাদ এফসিতেই থেকে গেলেন অভিজ্ঞ গোলকিপার লক্ষ্মীকান্ত কাট্টিমনি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আগামী মরশুমের জন্য হায়দ্রাবাদ এফসিতে থেকে যাচ্ছেন অভিজ্ঞ গোলকিপার লক্ষ্মীকান্ত কাট্টিমনি। এক বছরের জন্য চুক্তি নবীকরণ করলেন ৩১ বছরের এই ফুটবলার। আর এই খবর নিজেদের সোশ্যাল মিডিয়া ও ওয়েবসাইটে প্রকাশ করে হায়দ্রাবাদ এফসি।
ক্লাবের ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে কাট্টিমনি বলেছেন, “আমি দুই বছর এই ক্লাবের সাথে থেকেছি এবং আমি এখানে খুবই খুশি। আমি ক্লাবটিকে এবং এর সাথে জড়িত লোকেদের খুব ভালোভাবে জানি এবং এটি আমার পক্ষে সহজ সিদ্ধান্ত ছিল হায়দ্রাবাদ এফসিতে নিজের সময়টিকে আরও বাড়িয়ে নেওয়ার।“
এদিকে দলের প্রধান গোলকিপারকে রাখতে পেরে খুশি কোচ মানোলো মার্কেজ। তিনি বলেছেন, “হায়দ্রাবাদ এফসিতে আমাদের খুবই তরুণ দল রয়েছে এবং আমাদের অভিজ্ঞ খেলোয়াড় দরকার, কাট্টিমনির মত। উনি একজন অসাধারণ গোলকিপার, একজন দারুণ মানুষ এবং দলের তরুণদের সাহায্য করতে পেরে খুশি হন আর আমরা খুশি যে আরও এক মরশুমের জন্য ওনার সুবিধা পাব।“
হায়দ্রাবাদ এফসিতে অধিকাংশ সময়ে মানোলো মার্কেজের পছন্দের গোলকিপার ছিলেন কাট্টিমনি। এবারের আইএসএলে ১৪টি ম্যাচে ছয়টি ক্লিনশিট রেখেছিলেন কাট্টিমনি। যদিও অল্পের জন্য প্লেঅফসে উঠতে পারেনি হায়দ্রাবাদ। তবে কোচের কথা মতই, অভিজ্ঞ কাট্টিমনিই এখনও তিনকাঠির বড় ভরসা।