শোচনীয় হার এস সি ইস্টবেঙ্গলের,প্রায় পুরো টিম নিয়েও হারের মুখে লাল হলুদ

এস সি ইস্টবেঙ্গল :
হায়দ্রাবাদ এফসি : ৪ (বার্তোলোমেউ ওগবেচে - ৩, অনিকেত যাদব)
এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক এ যেন একেবারে আকাশ থেকে সজোরে মাটিতে আছড়ে পড়ার মতন ঘটনা। মারিও রিভেরা কোচ হয়ে আসার পর প্রথম ম্যাচেই লাল হলুদ জয়ের মুখ দেখেছিল। ভাঙাচোরা দল নিয়ে জেতার পর সবাই যেন ভেবেছিল এই জয়রথ চলতে থাকবে। কিন্তু দ্বিতীয় ম্যাচে অপেক্ষাকৃত ভালো ও প্রায় পুরো দল নিয়েও শোচনীয় হারের সম্মুখীন হল তারা।
সামনের দলে বারথলমিউ ওগবেচের মত স্ট্রাইকার , যাকে নিয়ে ম্যাচের আগে থেকেই চিন্তার ভাঁজ ছিল লাল হলুদ কোচের মাথায়। আজকের ম্যাচে ওগবেচে গোল্ডেন বুট এর ব্যান্ড পরে নেমেছিলেন, সেই ব্যান্ডের প্রতি হ্যাটট্রিক করে যথার্থ সুবিচার করলেন তিনি।
ম্যাচের শুরু থেকে হায়দ্রাবাদের চাপের সামনে রীতিমত থতমত খেতে শুরু করে লাল হলুদ রক্ষণভাগ। সেখানে আলাদা মাত্রা যোগ করে অরিন্দমের গোলকিপিং ও ম্যান মার্কিং করার অক্ষমতা। অরিন্দমের কিপিং এর দোষে প্রথম গোল খায় ইস্টবেঙ্গল। কর্নার থেকে বল এলে সৌরভের মার্কিং এড়িয়ে আপাতনিরীহ হেড করেন ওগবেচে, বল ধরতে গিয়ে নিজেই বল জালে জড়িয়ে দেন অরিন্দম। সেখান থেকে খানিকটা ম্যাচে ফিরেছিল লাল হলুদ দল, মুহুর্মুহু আক্রমন শানাচ্ছিল লাল হলুদ, তার মধ্যে একটি গোল লাইন সেভ ও হায়দ্রাবাদ গোলকিপার কাট্টিমানির একটি দুর্দান্ত সেভও ছিল। কিন্তু সবকিছু কে ছাপিয়ে দিয়ে দলের নির্ভরযোগ্য ডিফেন্ডার আদিল এর একটি অবিশ্বাস্য ভুল ক্লিয়ারেন্স থেকে বল পেয়ে হেলায় গোল করে যান আবার সেই ওগবেচে। ঠিক তার পর পরই দলের হয়ে ব্যবধান বাড়ান অনিকেত যাদব।
সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি লাল হলুদ। দ্বিতীয়ার্ধে একপেশে খেলা হল পুরো। দ্বিতীয়ার্ধে আর একটি গোল করে দলের ব্যবধান বাড়ানোর সাথে সাথে নিজের হ্যাটট্রিক সারেন ওগবেচে।লীগের সর্বোচ্চ গোলদাতা এখন তিনিই। অবশ্য শেষ মুহূর্তে এস সি ইস্টবেঙ্গলের নবাগত বিদেশি মার্সেলো একক প্রচেষ্টায় হায়দ্রাবাদের পেনাল্টি বক্সে ঢুকলে কাট্টিমানি ফাউল করেন, পেনাল্টি পেয়ে ব্যবধান করার সুযোগ পেলেও লাল হলুদ ডিফেন্ডার পর্সে সেই সুযোগ হেলায় হারান। যদিও সেই পেনাল্টি কতটা যুক্তিযুক্ত তা নিয়ে প্রশ্নচিন্হ থেকেই যাচ্ছে। লাল হলুদের নতুন বিদেশি মার্সেলো ও এক দুটো সুযোগ ছাড়া তেমন কোনও ছাপ ফেলতে পারেন নি। এমনকি এক সময় পেরিসোভিচ এর মত খেলোয়াড়কেও কোচ তুলে নেন। একের পর এক পরিবর্তন করেও ম্যাচের ফলাফলে তিনি পরিবর্তন করতে ব্যর্থ।
অজস্র মিস পাস, প্রান্তিক আক্রমণের অভাব, রক্ষণভাগের ব্যর্থতা লাল হলুদের হারের মূল কারণ।
এছাড়া শুরু থেকে হীরা মন্ডল কে না খেলানো অন্যতম ভুল হয়ত কোচের। সেই তাকে দ্বিতীয়ার্ধে নামালেন বটে কিন্তু ততক্ষনে যা হওয়ার তা হয়ে গিয়েছে।
ম্যাচের সেরা হয়েছেন হায়দ্রাবাদ এফসির ওগবেচে।
লাল হলুদ ডিফেন্সের এমন শোচনীয় পারফমেন্স স্বাভাবিকভাবেই কোচ মারিওর কপালে বড় ভাঁজ ফেলেছে তা বলাই যায়।