আমরা তৈরি! কলকাতা ডার্বির আবেগে ভাসতে চান হুগো বৌমোস

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : চলতি মরশুমে দলবদলের সব থেকে বড় বাজিটি মেরেছিল এটিকে মোহনবাগান, যখন রেকর্ড চুক্তিতে মুম্বই সিটি এফসি থেকে ফরাসি মিডফিল্ডার হুগো বৌমোসকে সই করায় এটিকে মোহনবাগান। এএফসি কাপেও নিজের কার্যকারিতা দেখিয়েছেন হুগো, এবং তার অনুপস্থিতিতে নাসাফের বিরুদ্ধে হারতে হয় এটিকে মোহনবাগানকে।
এবার সামনে আইএসএল, গত মরশুমের না পাওয়াকে এবার পেতে মরিয়া সবুজ-মেরুণ ব্রিগেড। আর এই লড়াইয়ে দলের মূল শক্তি হবেন হুগো। দেরি করে প্রস্তুতি শিবিরে যোগ দিলেও দলের সাথে মানিয়ে নিয়েছেন হুগো। আর তিনি আশাবাদী, এই মরশুম আরও ভালো কিছু করার। এটিকে মোহনবাগান মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে খোলাখুলি বার্তা দিয়েছেন হুগো।
দেরি করে অনুশীলন শুরু করায় প্রস্তুতির জন্য যথোপযুক্ত সময় পাবেন হুগো? এর জবাবে তিনি বলেন, "অবশ্যই, আমার কিছু সমস্যা হয়েছিল দলে যোগ দেওয়ার আগে। কিন্তু সেসব আমি কাটিয়ে এসেছি। আমি ক্লাবের প্রতি ১০০ শতাংশ ফোকাসড। আমি যখন দল থেকে বাইরে ছিলাম, আমি প্রচুর অনুশীলন করছিলাম তৈরি হওয়ার জন্য। অবশ্যই, সতীর্থদের সাথে অনুশীলন করার কোনও বিকল্প নেই, কিন্তু আমার মনে হয় আমি শারীরিকভাবে ভালো জায়গায় আছি।"
এএফসি কাপের পরে প্যারিসে থাকাকালীন কিভাবে নিজেকে প্রস্তুত করেছেন, এর জবাবে হুগো বলেন, "আমার সাথে একজন ফিজিকাল ট্রেনার ছিলেন যিনি প্রতিদিন আমায় অনুসরণ করতেন। আমার ডায়েট ও ওয়ার্কআউট নিয়মিতভাবে প্রস্তুত থাকত। উচ্চমানের খেলোয়াড়ের জন্য, কোনও কিছু ছাড়া যাবে না।"
গত মরশুম চ্যাম্পিয়ন দল মুম্বই সিটি এফসির গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন, এই বছর কি এটিকে মোহনবাগানকে চ্যাম্পিয়ন করতে পারবেন? অত্যন্ত আশাবাদী গলায় হুগো বলেন, "প্রতিটি মরশুম আলাদা। আমায় নিশ্চয়তা দেওয়া হয়েছে যে আমি এমন দলে যোগ দিয়েছি যারা অতি উচ্চ পর্যায়ে যেতে পারে। ভারতে বছরের পর বছর মান উন্নত হচ্ছে এবং চ্যাম্পিয়নশিপ জেতা আরও কঠিন হয়ে উঠেছে। কিন্তু আমি দলের শক্তি সম্বন্ধে আত্মবিশ্বাসী।"
"ব্যক্তিগত দিক থেকে, আমি নিজের সেরাটা দেব এবং নিজের সতীর্থদের উপদেশ দেওয়ার চেষ্টা করব। দলটি গত মরশুমে ফাইনালে পৌছেছিল। এর পরের ধাপ হল জয়। আমাদের উচ্চাকাঙ্খী হতে হবে।"
এদিকে দ্বিতীয় ম্যাচে সামনে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল। কলকাতা ডার্বিতে প্রথমবার খেলবেন হুগো। এই নিয়ে তারকা এই মিডফিল্ডার বলেছেন, "আমি ফুটবলার হতে চেয়েছিলাম যাতে এই ধরণের আবেগের সাথে মিশতে পারি। আমি এই ডার্বির ইতিহাস সম্বন্ধে জেনেছি ও বুঝেছি আজকের দিনে ডার্বির মাহাত্ম্য। আমি জনতার আবেগের জ্বর অনুভব করার জন্য মুখিয়ে রয়েছি। করোনার জন্য দুর্ভাগ্যবশত, এই ডার্বিটি দর্শকদের ছাড়া আলাদা হবে, কিন্তু আমরা আশাবাদী যে এই ধরণের ম্যাচের গুরুত্ব আমরা বুঝতে পারব। আমরা তৈরি।"
এবারের আইএসএলে প্রথম একাদশে চারজন বিদেশীকে নামাতে পারবে দলগুলি। এই নিয়ে হুগোর বার্তা, "এই নিয়ে দুই পর্যায়ের কথা বলা যায়। এক হল, ক্লাবগুলিকে জোর করে সাত ভারতীয় খেলোয়াড় দিয়ে শুরু করানো, যাতে ভারতীয় খেলোয়াড়রা আরও বেশি খেলতে পারে এবং নিশ্চিতভাবে, আরও বেশি গড়ে উঠতে পারে। একজন বিদেশী খেলোয়াড়ের ক্ষেত্রে, এটি একটি কড়া সিদ্ধান্ত যেহেতু একটি স্থান কমে যাবে। আমাদের কোনও উপায় নেই আর তাই আমাদের মাঠে নিজেদের সেরাটা দিতে হবে। যাই হয়ে যাক না কেন, এগারোজন আত্মবিশ্বাসী খেলোয়াড়রা জেতার জন্য মাঠে নামবে।"
সব শেষে, গত মরশুমের তুলনায় কি এটিকে মোহনবাগান আরও বেশি শক্তিশালী? এর জবাবে হুগো বলেন, "দলটা আগেই প্রচন্ড শক্তিশালী ছিল। প্রতিটা ক্লাবেই খেলোয়াড় এসেছে এবং গিয়েছে। আজ আমার মনে হয় খুব তাড়াতাড়ি বিচার করা হবে দলের মাত্রার বিষয়ে। আমাদের একে অপরের বিষয়ে জানতে হবে। একটি বিষয় নিশ্চিত, দলে যথেষ্ট মান রয়েছে এবং আমাদের সেটি মাঠে দেখাতে হবে।"