সল্টলেকে হাজারো সমর্থকদের মাঝে খেলার জন্য মুখিয়ে রয়েছেন নয়া 'মেরিনার' হুগো বৌমোস

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আবারও দলবদলের বাজারে বাজিমাত করল এটিকে-মোহনবাগান। রেকর্ড ট্রান্সফার ফি দিয়ে মুম্বই সিটি এফসির সুপারস্টার খেলোয়াড় হুগো বৌমোসকে পাঁচ বছরের চুক্তিতে সই করাল এটিকে-মোহনবাগান। আর এই যোগদানের জেরে আপ্লুত সমর্থকরা। কিন্তু মুম্বইয়ের মত তারকাখচিত দল ছেড়ে কেন সবুজ-মেরুণে এলেন হুগো? কিসের টানে এটিকে-মোহনবাগানে এলেন এই ফরাসি মিডফিল্ডার - সমস্ত প্রশ্নের জবাব দিলেন হুগো নিজেই।
এটিকে-মোহনবাগানের ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে হুগো বলেছেন, "আমি খুব খুশি এটিকে-মোহনবাগানের মত কলকাতা জায়ান্টদের হয়ে সই করতে পেরে। খুবই আপ্লুত ভারতবর্ষের সবচেয়ে ঐতিহাসিক ও সাফল্যমন্ডিত ক্লাবে যোগ দিতে পেরে। ক্লাবের কর্তা সঞ্জীব গোয়েঙ্কার চিন্তাধারাই আমাকে এখানে নিয়ে এসেছে।"
এদিকে যুবভারতী ক্রীড়াঙ্গনে হাজারো সমর্থকদের মাঝে খেলার জন্য উদগ্রীব হুগো। তিনি বলেছেন, "আমি মুখিয়ে রয়েছি ফুটবলের মক্কা কলকাতার সল্টলেক স্টেডিয়ামে খেলার জন্য, হাজারো সমর্থকদের সামনে। আমরা ওদের জন্য লড়ব, সিটি অফ জয়ের গৌরবের জন্য খেলব।"
শেষে সমর্থকদের উদ্দেশ্যে হুগোর বার্তা, "আমি আর অপেক্ষা করতে পারছি না তোমাদের সকলের সামনে খেলার জন্য। আমি জানি এখনই সেই পরিস্থিতি আসবে না এই অতিমারির জন্য, কিন্তু আমি জানি তোমরা থাকবে। আশা করি, এই দলকে তোমরা উপভোগ করবে আর আমরা চেষ্টা করব নিজেদের সেরাটা দিয়ে ট্রফি জেতার। জয় মোহন বাগান!"