রোমেলু লুকাকু, করিম বেঞ্জেমার সাথে এক সারিতে হুগো বৌমোস! গড়লেন বড় কীর্তি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : চলতি আইএসএলে দুর্দান্ত পারফর্ম করেছেন হুগো বৌমোস। চলতি সপ্তাহে এটিকে মোহনবাগানের হয়ে বেশ ভালো খেলেছেন তিনি। এবার তার পুরষ্কার পেলেন বৌমোস।
ফিফা ২২ এর আল্টিমেট টিমের সপ্তাহের সেরা দলে সুযোগ পেয়েছে এটিকে মোহনবাগানের নম্বর টেন। এই বিষয়ে ইএ স্পোর্টস ছাড়াও পোস্ট করেছে এটিকে মোহনবাগান।
এই দলে সুযোগ পাওয়ায় বৌমোসের রেটিং পয়েন্ট হয়েছে ৭৮, যেখানে আর স্পিড দেওয়া হয়েছে ৮৭, আর ড্রিবলিং ক্ষমতা রয়েছে ৮৩। এই দলে রয়েছে করিম বেঞ্জেমা, আচরাফ হাকিমি, রোমেলু লুকাকুর মত সুপারস্টাররা। এছাড়া এই দলে সুযোগ পেয়েছেন ম্যানচেস্টার সিটির ডিফেন্ডার আয়মেরিক লাপোর্তে, আর্সেনালের বুকায়ো সাকা ও জুভেন্টাসের ফেডেরিকো বার্নাডেস্কি।
চলতি আইএসএলে হুগো বৌমোস আট ম্যাচে পাঁচ গোল ও দুটি অ্যাসিস্ট করেছেন। মরশুমের শুরুতে মুম্বই সিটি এফসি থেকে রেকর্ড চুক্তিতে পাঁচ বছরের জন্য এটিকে মোহনবাগানে এসেছেন ফরাসি-মরোক্কানজাত এই মিডফিল্ডার।