ইউরোর আগে বড় লড়াই স্পেন-পর্তুগালের, এই সময়ে ও চ্যানেলে এই ম্যাচ দেখতে পারবেন আপনারা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আগামী ১১ জুন থেকে শুরু হতে চলেছে ইউরো ২০২০, আর তার আগে দলের কম্বিনেশন ঠিক করতে সকল দেশই নিজেদের মধ্যে প্রীতি ম্যাচ খেলে নিচ্ছে। আর সেই প্রীতি ম্যাচের অন্যতম বড় সূচি হিসেবে উঠে এসেছে স্পেন বনাম পর্তুগালের হেভিওয়েট লড়াই। শুক্রবার হওয়া এই ম্যাচটি কিভাবে দেখতে পারবেন ভারতীয় দর্শকরা, জেনে নিন।
শুক্রবার ভারতীয় সময় রাত ১১টায় হবে এই প্রীতি ম্যাচ। এবং যেহেতু ইউরো ২০২০ এর সম্প্রচারকারী অধিকার রয়েছে সোনি পিকচারস স্পোর্টস নেটওয়ার্কে, ফলে এই নেটওয়ার্কের চ্যানেলে আপনারা এই ম্যাচ দেখতে পারবেন। সোনি টেন টু ও সোনি টেন টু এইচডি চ্যানেলে সম্প্রচারিত হবে স্পেন বনাম পর্তুগাল। এছাড়া ডিজিট্যাল প্ল্যাটফর্মে সোনি লিভ ও জিও টিভিতেও সম্প্রচারিত হবে এই ম্যাচ। এই ম্যাচটি হবে মাদ্রিদের এস্তাদিও ওয়ান্ডা মেট্রোপলিটানোতে।
এই ম্যাচের অন্যতম বড় আকর্ষণ হচ্ছে পর্তুগিজ জার্সিতে অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর আগমণ। ব্রুনো ফার্নান্ডেজ, জোয়াও ফেলিক্স, বার্নার্ডো সিলভার সাথে কেমন যুগলবন্দী ঘটান রোনাল্ডো, সেটি দেখার বিষয়। এদিকে সের্জিও র্যামোসহীন স্পেন কিভাবে নিজেদের ডিফেন্সকে গোছাবে, সেটিও দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব।