ময়দানের পার্টনার সুভাষ ভৌমিককে হারিয়ে আজ বেজায় একা গৌতম সরকার

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ২২ জানুয়ারি ২০২২, শনিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন সুভাষ ভৌমিক। তিনি শুধু প্রথিতযশা ফুটবলারই ছিলেন না তিনি ছিলেন একজন ফুটবল সাধক। ফুটবল সাধকের বাইরেও ময়দানের ভোম্বলদা ছিলেন, একজন প্রকৃত বন্ধু।
তাই তো ময়দানের ভোম্বলদার স্মৃতিচারণে, সুভাষ ভৌমিকের খেলোয়াড় জীবনের সাথী তার পার্টনার প্রাক্তন ভারতীয় দলের খেলোয়াড় গৌতম সরকার বললেন খেলোয়াড় জীবনে তাদের নানান গল্পের কথা।
কি ভাবে খেলার মাঠে মস্তানি করতেন সুভাষ ভৌমিক। তার নেতৃত্বে কিভাবে লড়াইয়ে ঝাপাত তার দল, সে ক্লাবের জন্যই খেলা হোক বা দেশের জন্য ভোম্বলদা জয় ছাড়া আর কিছুই যেনো দেখতে পেতেন না।
নিজের পার্টনারকে হারিয়ে স্বভাবতই সমস্ত ক্রীড়াপ্রেমী মানুষের মতোই আজ ভারাক্রান্ত গৌতম সরকার। কিন্তু তার প্রতিটি কথায় ঝরে পড়ছিল তার পার্টনারের প্রতি অসীম শ্রদ্ধা , আবেগ আর সেই একটা কথা - বন্ধু চল হাত টা দে…..রাখবো হাত তোর কাঁধে….….