রোনাল্ডোর আগমণে জুভেন্টাস তার স্বত্ত্বা হারিয়েছিল, দাবি বুফোঁর

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ২০১৮ সালে কার্যত সকলকে চমকে দিয়ে রিয়াল মাদ্রিদ থেকে পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে সই করিয়েছিল জুভেন্টাস। আর তারপর জুভের হয়ে ১৩৫ ম্যাচে ১০১টি গোল করেছেন রোনাল্ডো, দুইবার জিতেছেন সিরি আ। কিন্তু রোনাল্ডো থাকাকালীন তিন বছরে জুভেন্টাস চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল পর্ব পেরোতে পারেনি।
এবার রোনাল্ডোর জুভেন্টাসে খেলা নিয়ে চাঞ্চল্যকর বার্তা দিলেন অভিজ্ঞ গোলকিপার জিয়ানলুইগি বুফোঁ। তিনি মনে করেন, রোনাল্ডোর আগমণে জুভেন্টাস তার স্বত্ত্বা হারিয়েছিল। একটি হওয়ার ডিএনএ হারিয়েছিল জুভেন্টাস।
এই নিয়ে এক সাক্ষাৎকারে বুফোঁ বলেছেন, "জুভেন্টাসের কাছে চ্যাম্পিয়ন্স লিগ জেতার সুযোগ ছিল যখন প্রথম বছর ও (রোনাল্ডো) এসেছিল, যে বছর আমি প্যারিস সেইন্ট জার্মেইনে ছিলাম। আর আমি বুঝতে পারিনি কি হয়েছিল। যখন আমি ফিরে আসি, আমি দুই বছর রোনাল্ডোর সাথে কাজ করেছি এবং আমরা একসাথে ভালোভাবে বনে গিয়েছিলাম। কিন্তু আমার মনে হয়েছিল জুভেন্টাস তার স্বত্ত্বা হারিয়েছিল, দল হওয়ার ডিএনএ হারিয়েছিল তারা।"
"আমরা ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে পৌঁছেছিলাম কারণ আমাদের দলে অভিজ্ঞতা ভরপুর ছিল, কিন্তু সবার উপরে আমরা একটি ঐক্যবদ্ধ দল ছিলাম এবং সেই দলে জায়গা পাওয়ার জন্য ব্যাপক প্রতিযোগিতা ছিল। রোনাল্ডোর আগমণে আমরা সেটি হারিয়েছিলাম।"
২০১৮-১৯ মরশুমে প্যারিস সেইন্ট জার্মেইনে যাওয়া বাদ দিলে দুই দশক বুফোঁ জুভেন্টাসের হয়ে খেলেছেন, জিতেছেন ১০টি সিরি আ খেতাব। বর্তমানে নিজের প্রথম ক্লাব পারমায় ফিরেছেন বুফোঁ। অন্যদিকে, চলতি মরশুমের শুরুতে জুভেন্টাস ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরে আসেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।