চেলসির প্রাক্তন ফুটবলারকে সহকারী কোচ হিসেবে নিযুক্ত করল ওড়িশা এফসি...

নিজস্ব প্রতিনিধিঃ অনূর্ধ্ব-১৯ ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার জাতীয় দলের প্রাক্তন কোচ স্টুয়ার্ট বাক্সটেরকে হেড কোচ করার পর, এবার ওড়িশা এফসি সহকারী কোচ হিসেবে নিযুক্ত করল গ্যারি পেটনকে। ৬৪ বছর বয়সী এই সহকারী কোচের সঙ্গে দু বছরের চুক্তি ভুবনেশ্বরের ক্লাবটির।
এই সহকারী কোচের জীবনপঞ্জি কিন্তু বেশ চমকপ্রদ। খেলোয়াড় জীবনে তিনি যেমন ওয়েস্ট হ্যাম ইউনাইটেড, এভারটন, ফুলহ্যাম, চেলসির মতো ক্লাবে খেলেছেন, ঠিক তেমনই কোচিং টিমের সদস্য হিসেবে কাজ করেছেন আর্সেনাল ও ফুলহ্যামের মতো ক্লাবেও। শুধু তাই নয়, জাপানের সিমিজু এস পুলশেতে সহকারী ম্যানেজার হিসেবে কাজ করারও অভিজ্ঞতা আছে আইরিশ জাতীয় দলের এই প্রাক্তন গোলরক্ষকের।
গ্যারি পেটনকে স্বাগত জানিয়ে ওড়িশা এফসির সভাপতি রোহন শর্মা বলেছেন, "আর্সেনালে ওনার ১৫ বছরের অভিজ্ঞতা দারুন ভাবে সাহায্য করবে আমাদের ছেলেদের। বিশেষ করে গোলকিপারদের।"
পেটন বলেছেন, "আমি ভারতে গিয়ে আমার বন্ধু স্টুয়ার্ট, ফুটবলার ও অন্যান্য স্টাফদের সঙ্গে মিলেমিশে কাজ করব। সমবেত প্রচেষ্টায় ক্লাবকে সাফল্য এনে দিতে সাহায্য করব।"