দুর্ধর্ষ ম্যাচ জিতেও বিশ্বকাপ থেকে ছিটকে গেল জার্মানি, বিদায় কোস্টারিকারও

কোস্টারিকা - ২ (ইয়েলতসিন তেজেদা, জুয়ান ভারগাস)
জার্মানি - ৪ (সের্গেই গ্ন্যাবরি, কাই হাভের্তস - ২, নিকলাস ফুলক্রগ)
এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : একটি অনবদ্য ম্যাচের স্বাক্ষী থাকল ফুটবল বিশ্ব। বিশ্বকাপের গ্রুপ ই এর অন্তিম রাউন্ডে কোস্টারিকাকে থ্রিলার ম্যাচে ৪-২ ফলে হারায় জার্মানি। কিন্তু তা সত্ত্বেও গোল পার্থক্যের সৌজন্যে বিশ্বকাপ থেকে বিদায় নিল জার্মানি।
শুরু থেকে জার্মানির দাপট ছিল এই ম্যাচে। ১০ মিনিটে ডেভিড রাউমের ক্রসে হেডে গোল করেন সের্গেই গ্ন্যাবরি। তবে দ্বিতীয়ার্ধে ৫৮ মিনিটে গোল শোধ করে কোস্টারিকা। কেন্ডাল ওয়াস্টনের হেড ধরতে পারেননি ম্যানুয়েল নয়্যার, আর সেখান থেকে গোল করেন ইয়েলতসিন তেজেদা।
এরপর ৭০ মিনিটে ফ্রিকিকে বল পায়ে লাগিয়ে কোস্টারিকাকে এগিয়ে দেন জুয়ান ভারগাস। আর সেই গোলের সৌজন্যে শেষ ষোলোয় যোগ্যতা অর্জনের সুযোগ পেয়ে গিয়েছিল কোস্টারিকা।
তবে সেই আশা শেষ হয় ৭৩ মিনিটে। পরিবর্ত হিসেবে নামা নিকলাস ফুলক্রগের পাসে গোল করেন পরিবর্ত হিসেবে নামা কাই হাভের্তস। এরপর ৮৫ মিনিটে গ্ন্যাবরির ক্রসে গোল করে জার্মানিকে এগিয়ে দেন হাভের্তস। আর তার চার মিনিট পরে লেরয় সানের পাসে গোল করেন ফুলক্রুগ, যা ভিএআরও মান্যতা দেয়।
কিন্তু শেষ অবধি জিতলেও গোল পার্থক্যের সৌজন্যে তৃতীয় স্থানে শেষ করে বিশ্বকাপ থেকে বিদায় নিল জার্মানি।