রিয়াল মাদ্রিদের কাছে হারা গর্বের ব্যাপার! বার্সিলোনার এমন বার্তায় লজ্জিত ফ্রেঙ্কি ডি জং

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সদ্য সুপারকোপা ডে এস্পানার সেমি ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছে হারে এফসি বার্সিলোনা। বার্সা দুর্দান্ত লড়াই করলেও শেষ অবধি হার মানতে হয় রিয়ালের কাছে। কিন্তু তারপর চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের বিরুদ্ধে এই হার নিয়ে গর্ব প্রকাশ করেছিল বার্সিলোনা, যা নিয়ে তাদের মানসিকতা নিয়ে প্রচুর প্রশ্ন উঠেছে।
রিয়াল মাদ্রিদের কাছে হারের পর বার্সিলোনার ড্রেসিংরুমে আসেন প্রেসিডেন্ট জোয়ান লাপোর্তা। এবং তিনি এসে ফুটবলারদের জানিয়েছেন যে এই হারে তিনি গর্বিত। তবে সেই বার্তাটি ভালোভাবে নেননি বার্সিলোনার অনেক ফুটবলাররা। আর সেটি কার্যত স্বীকার করেছেন তারকা ডাচ মিডফিল্ডার ফ্রেঙ্কি ডি জং।
লা লিগায় আলাভেসের বিরুদ্ধে জয়ের পর ফ্রেঙ্কি ডি জং নাম না করেই এই বক্তব্যের প্রতি লজ্জা প্রকাশ করেছেন। তিনি বলেছেন, "রিয়ালের কাছে হারের পরও আমরা গর্বিত - এমনটা বলা হচ্ছে দেখে খারাপ লেগেছে। ব্যাপারটা কোনোভাবেই এমন হওয়া উচিত নয়। আমরা বার্সা! কোনো একটা ম্যাচে হেরে যাওয়ার পর আমাদের কষ্ট পাওয়া উচিত। তার ওপর সেই ম্যাচ যখন রিয়াল মাদ্রিদের বিপক্ষে!"
এদিকে জোয়ান লাপোর্তা ও এফসি বার্সিলোনার এই গর্বিত হওয়া নিয়ে ক্ষোভপ্রকাশ করেছেন অসংখ্য সমর্থক। যতই লড়াই করুক, চিরপ্রতিদ্বন্দ্বীর কাছে হার সব সময় বেদনাদায়ক। এবং সেই হারকে এমন ইতিবাচকভাবে দেখানোতে প্রচন্ড বিরক্ত সমর্থকরা।