জার্মানির দিশাহীন খেলায় গতির ঝড় তুলল এমবাপ্পে-বেঞ্জেমা, সুযোগসন্ধানী জয় ফ্রান্সের

ফ্রান্স - ১ (ম্যাট হামেলস - নিজ গোল)
জার্মানি - ০
এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : চলতি ইউরোর সব থেকে হেভিওয়েট ম্যাচ একেবারে যথার্থতার পরিচয় দিল। আক্রমণ-প্রতি আক্রমণ, গতি, স্কিল - সমস্ত কিছুই ছিল ফ্রান্স ও জার্মানির খেলায়। কিন্তু স্রেফ সুযোগের সদ্ব্যবহার করে মহাযুদ্ধ জিতে নিল ফ্রান্স।
গোটা ম্যাচ জুড়ে জার্মানির আধিপত্য ছিল স্পষ্ট। জোসুয়া কিমিচ ও টমাস মুলারের নেতৃত্বে জার্মানরা আক্রমণ উঠলেও ফিনিশ করতে ব্যর্থ হয়েছে। অন্যদিকে ফ্রান্স দুর্দান্ত ডিফেন্ডিং করে গতিকে ব্যবহার করে প্রতি আক্রমণে উঠছিল।
২০ মিনিটে পল পোগবার পাসে লুকাস হার্নান্ডেজ শট মারেন গোলে, কিন্তু তা ম্যাট হামেলসের পায়ে লেগে গোলে ঢোকে। আরও দুটি গোল পেতে পারত ফ্রান্স, কিন্তু অফসাইডের জেরে সেই গোলগুলি বাতিল হয়। অন্যদিকে আক্রমণ বেশি থাকলেও কোনও লাভ করতে পারেনি।
স্কোরলাইন গোটা ম্যাচের খেলাকে প্রদর্শন করে না, কিন্তু নিঃসন্দেহে এই দুই দলের ইউরো ভবিষ্যতে ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। জার্মানির পক্ষে কাজ কঠিন হয়ে গেল, অন্যদিকে টুর্নামেন্টের ফেভারিট ফ্রান্স যোগ্য বিজয়ী হিসেবেই এগিয়ে গেল।