শ্রী সিমেন্টের সাথে আলোচনা প্রাক্তন অধিনায়কদের, ইনভেস্টরের সিদ্ধান্তের অপেক্ষায় দেবব্রত সরকার

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : একদিকে যখন ইস্টবেঙ্গল কর্মকর্তারা মরিয়া, ইনভেস্টর প্রদত্ত বর্তমান ফাইনাল এগ্রিমেন্টে সই করবেন না, অন্যদিক শ্রী সিমেন্ট তাদের যাবতীয় কাজ আটকে রেখেছে এগ্রিমেন্ট সই না হওয়া অবধি। আর এর মাঝে অতল গহ্বরে যাচ্ছে ইস্টবেঙ্গল ক্লাবের ভবিষ্যৎ।
এই পরিস্থিতিতে নিজেদের প্রিয় ক্লাবকে বাঁচাতে ময়দানে নামলেন লাল-হলুদের প্রাক্তন অধিনায়করা। বুধবার শ্রী সিমেন্টের প্রতিনিধি শ্রেণিক শেঠের বাড়ি যান তিন প্রাক্তন অধিনায়ক মিহির বসু, গৌতম সরকার ও সুমিত মুখার্জি। সেখানে গিয়ে তারা এই কঠিন পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।
অন্তত দুই থেকে আড়াই ঘন্টার আলোচনা হয়, যেখানে অধিনায়করা দাবি করেছেন, আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়া হোক এই ঝামেলা, অন্যদিকে শ্রী সিমেন্টের অবস্থান নিয়ে নিজেদের বক্তব্য রাখেন শ্রেণিক শেঠ। অধিনায়করা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, একেবারে নিরপেক্ষ ফুটবলার হিসেবে, ইস্টবেঙ্গল ক্লাবের মত ঐতিহ্যশালী একটি প্রতিষ্ঠানের এমন দুরবস্থা নিয়ে তারা চিন্তিত, আর সেই কারণে তারা এই আলোচনায় বসেছে।
এই বৈঠক নিয়ে ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার এক্সট্রা টাইম বাংলাকে বলেছেন, "নিরপেক্ষতা বজায় রেখে আমরা প্রথম দিন থেকে এগ্রিমেন্ট করতে চেয়েছিলাম, এখন ওনারা এসেছেন, খুব ভালো কথা। আমরা যথাসময়ে যথা স্থানে আমাদের কথা জানিয়েছি, আমরা তাদের সিদ্ধান্তের উপর নির্ভর করে আছি।"
জানা গিয়েছে, এই আলোচনা থেকে তেমন কোনও সুরাহা মেলেনি। শ্রী সিমেন্ট একগুঁয়ে হয়ে বসে আছে, সই না হলে কোনও উদ্যোগই তারা নেবে না। এদিকে ক্লাবকর্তাদের আর কোনও চিঠি দেবে না বা আলোচনায় বসবে না, এমনটাও স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে ইনভেস্টর পক্ষ। ফলে সমস্যা চলছেই, তা বলাই যায়।