আগামী বছর ১২ দলের আই লিগে বিদেশি সংখ্যা কমছে...

নিজস্ব প্রতিনিধি: আগামী মরশুমে আই লিগে বিদেশি সংখ্যা কমলেও, আইএসএলের বিদেশি সংখ্যা একই থাকছে। বুধবার একথা জানান ফেডারেশনের সচিব কুশল দাস। তিনি বলেন, অনেক দিন ধরেই আই লিগের ক্লাবগুলি বিদেশি সংখ্যা কমানোর কথা বলে আসছিল। সেই কারণে আমরা আই লিগে বিদেশি সংখ্যা কমিয়ে দিলাম। ২০২০-২১ মরশুম থেকে আই লিগের ক্লাবগুলো তিনটে করে বিদেশি ও একটি এশিয়ান কোটার ফুটবলার নিতে পারবে। তবে আইএসএলের ক্ষেত্রে আগামী বছর থেকে এই নিয়ম বলবৎ হচ্ছে না। তার পরের বছর অর্থাৎ ২০২১-২২ মরশুম থেকে তাদেরও বিদেশি কমিয়ে ৩+১ করা হবে।
কিন্তু এই বছর আইএসএলে বিদেশি সংখ্যা না কমানোর কারণ হিসাবে কুশল দাস বলেন, ওদের অনেক কমিটমেন্ট আছে। সেই কমিটমেন্টর জন্য ওরা আগে ওদের স্টেক হোল্ডারদের সঙ্গে কথা বলবে। তার দেড় মাস পর আমাদের একটা প্রস্তাব দেবে। তবে ২০২১-২০২২ মরশুম থেকে ওরা বিদেশি কমানোর পক্ষপাতি।
আই লিগে বিদেশি সংখ্যা কমলেও, আগামী বছর ১২ দলের আই লিগ করার পরিকল্পনা রয়েছে ফেডারেশনের। মোহনবাগান যেহেতু আই লিগে খেলছে না, সেহেতু মোহনবাগানের জায়গায় বিজ্ঞাপন দিয়ে নতুন দল নেওয়া হতে পারে। যে জায়গার কোনও দল নেই, সেই জায়গা থেকে।
এছাড়া কোভিড নাইটিনের জন্য বাতিল হওয়া দ্বিতীয় ডিভিশনের টিম নিয়ে আগামী বছর একটি টুর্নামেন্ট করা হতে পারে। সেই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলকে সুযোগ দেওয়া হতে পারে আই লিগে। এই টুর্নামেন্টে অবশ্য আইএসএলের রিজার্ভ টিম অংশ নিতে পারবে না।
এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ খেলতে গেলে কুড়িটির বেশি ম্যাচ খেলা প্রয়োজন। কিন্তু আগামী মরশুমে আইএসএলে সেই ম্যাচ হওয়া সম্ভব কিনা এখনই বলা যাচ্ছে না। কোভিড নাইনটিনের জন্য। তাই এই বিষয়টিও এএফসিকে জানিয়ে রাখা হচ্ছে ফেডারেশনের তরফ থেকে।