দিল্লি প্রিমিয়ার লিগে খেলবেন কোহলি-সেহওয়াগ! শিরোনামে এসেছে এই প্রতিযোগিতা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সামান্য বিরতি বিরাট কোহলির, অন্যদিকে বেশ কয়েক বছর হল অবসর নিয়েছেন বীরেন্দ্র সেহওয়াগ। তবে আসন্ন দিল্লি প্রিমিয়ার লিগে এই দুই ক্রিকেটারের নাম জুড়তে চলেছে। তাহলে কি এই লিগ খেলবেন তারা?
আইপিএলের অনুকরণে দেশের একাধিক রাজ্যে শুরু হয়েছে ফ্র্যাঞ্চাইজি টি২০ প্রতিযোগিতা। ২০২৪ সালে দিল্লি প্রিমিয়ার লিগের সূচনা হয়েছিল। এই বছর প্রতিযোগিতার দ্বিতীয় সংস্করণ আয়োজিত হবে। তাঁর আগে ৫ জুলাই লিগের নিলাম আয়োজিত হবে, আর সেখানে নাম এসেছে কোহলি ও সেহওয়াগের। তবে বিরাট ও বীরেন্দ্র নন, তাদের সম্পর্কের দুই ক্রিকেটার।
১৫ বছর বয়সী ক্রিকেটার আর্যবীর কোহলি, যিনি বিরাট কোহলির দাদা বিকাশ কোহলির ছেলে। ফলে সম্পর্কের বিরাটের ভাইপো লেগ স্পিনার আর্যবীর। বর্তমানে বিরাটের ছোটবেলার কোচ রাজকুমার শর্মার অধীনে পশ্চিম দিল্লি ক্রিকেট অ্যাকাডেমিতে অনুশীলন করছে আর্যবীর। এদিকে বীরেন্দ্র সেহওয়াগের দুই ছেলে আর্যবীর সেহওয়াগ ও বেদান্ত সেহওয়াগও রয়েছে নিলামে।