সাম্বা নৃত্যে মজলেন ব্রাজিল কোচ তিতে

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ ফিফা বিশ্বকাপ ২০২২ এর রাউন্ড অফ ১৬ এর মরণ বাচন লড়াই শুরু হয়ে গেছে ইতিমধ্যেই! নক আউটে অন্যান্য বড় দলগুলি যেখানে কোয়ার্টার ফাইনালে ওঠার জন্যে নাকানিচুবানি খাচ্ছে, সেখানে মাঠ জুড়ে চলছে সাম্বা নৃত্য। খেলোয়াড় থেকে সমর্থক, দলের কর্মী এমনকি দলের প্রধান প্রশিক্ষক তিতে! সকলেই উপভোগ করলেন ব্রাজিল বনাম দক্ষিণ কোরিয়া ম্যাচের প্রথম অর্ধ।
ব্রাজিলিয়ান ফুটবলাররা ম্যাচের প্রথম ৪৫ মিনিট খেলার মাঠকে একপ্রকার নৃত্য প্রাঙ্গণই বানিয়ে ফেলেছিলেন। খেলার সময় যেমন নেইমার, ভিনি, রাফিনহাদের স্কিলের তালে তালে কেটে যাচ্ছিল কোরিয়ান রক্ষণ, তেমনই ৪ টি গোলের চার ধরনের নাচে ৯৭৪ স্টেডিয়ামকে মাতিয়ে তুললেন হলুদ সবুজ বাহিনী।
প্রসঙ্গত, নেইমার ভিনি পাকুয়েতাদের গোলের পর নৃত্য নতুন নয়। তবে এবার নাচে অংশগ্রহণ করলেন স্বয়ং তিতে। বিশ্বমানের গোলের পর রিচার্লিসন রিজার্ভ বেঞ্চের সামনে গিয়ে অন্যান্য সতির্থ এবং কোচের সাথে মেতে উঠেছিলেন নৃত্যে। সেখানেই যোগ দিয়েছিলেন তিতে।