জোগো বোনিতোয় কুপোকাত দক্ষিণ কোরিয়া

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ এক অর্ধেই খেলা শেষ। ২০২২ ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল তিতের ব্রাজিল। দক্ষিণ কোরিয়াকে ৪-১ ফলাফলে পরাস্ত করে ম্যাচ শেষে ব্রাজিল ফুটবলাররা পেলের ব্যানার নিয়ে তাঁর সুস্থ কামনা করলেন।
ম্যাচের ৭ মিনিটেই ভিনিসিয়াসের গোলে এগিয়ে যায় ব্রাজিল। এরপর ১৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান বাড়ায় নেইমার। ২৯ মিনিটে রিচার্লিসনের চোখ ধাধানো গোলে খেলার ভাগ্য একপ্রকার নির্ধারিত করে দেয়। তাঁর এই গোল ২০২২ বিশ্বকাপের সেরা গোল নির্বাচিত হওয়ার দৌড়েও থাকতে পারে। ৩৬ মিনিটের মাথায় পাকুয়েতার গোলে ব্রাজিলের কোয়ার্টার ফাইনাল খেলা নিশ্চিত হয়ে যায়।
আজ গোল না পেলেও সকলের নজর কেড়েছেন রাফিনহা। অ্যাসিস্ট করার পাশাপাশি নিজেও গোল করার খুব কাছে পৌছে যান বেশ কয়েকবার।
দ্বিতীয় অর্ধে ব্রাজিল প্রথমার্ধের মত বেশি আক্রমণ খেলা খেলেনি। বরং ম্যাচের ৭৬ মিনিটে কোরিয়ার এস এইচ পাইকের দুরপাল্লার শট জড়িয়ে যায় ব্রাজিলের গোলে। এছাড়াও দক্ষিণ কোরিয়ার খেলোয়াড়েরা গোলের ব্যবধান কমানোর পরিস্থিতি বেশ কয়েকবার তৈরি করলেও গোলরক্ষক অ্যালিসনের দক্ষতায় তা হয়ে ওঠেনি।৪-১ ফলাফলে ম্যাচটি শেষ হয়।
ম্যাচটি আরও একটি কারণে ব্রাজিল দলের কাছে স্মরনীয় হয়ে থাকবে। ম্যাচের ৮০ মিনিটে দলের তৃতীয় গোলরক্ষক ওয়েভারটন, অ্যালিসনের পরিবর্তে নামে। তার মাঠে নামার সাথে সাথে এই বিশ্বকাপে ব্রাজিলের ২৬ জনের স্কোয়াডের সকলকেই একবার করে খেলার সুযোগ পান।
ব্রাজিল কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হতে চলেছে লুকা মড্রিকের ক্রোয়েশিয়ার সাথে। সেদিনও সাম্বা ঝড় দেখা যাবে কি না তা জানার জন্য ৯ তারিখ পর্যন্ত অপেক্ষা করতেই হবে।