এই তারিখের মধ্যে নির্বাচন সম্পন্ন না করলে নিষিদ্ধ হবে ভারত! ডেডলাইন জানিয়ে দিল ফিফা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বৃহস্পতিবার ফিফা ও এএফসির তিন দিনের ভারত সফরের কর্মসূচি শেষ হয়েছে, যেখানে এএফসির সাধারণ সচিব উইন্ডসর জনের নেতৃত্বাধীন দল বৈঠক আসে ভারতীয় ফুটবলের স্টেকহোল্ডারদের ও ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের সাথে।
এবং এই তিন দিনের কর্মসূচির পর সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে কড়া ডেডলাইন জানিয়ে দিল ফিফা। বিশ্ব ফুটবল নিয়ামক সংস্থা জানিয়েছে, আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে সংবিধানে পরিবর্তন ও নতুন কর্তাদের নির্বাচিত করতে হবে। নইলে নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে ফেডারেশনকে।
গত মাসে সুপ্রিম কোর্ট সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের কার্যকরী কমিটিকে খারিজ করেন এবং তিন সদস্যের এক কমিটি তৈরি করে, যারা নির্বাচন অবধি দায়িত্ব সামলাবেন।
এই নিয়ে দিল্লি ফুটবল অ্যাসোসিয়েশন প্রধান শাজি প্রভাকরণ টুইটারে জানিয়েছেন যে সর্বভারতীয় ফুটবল সংস্থাকে ৩১ জুলাইয়ের মধ্যে আইন সংশোধন ও ১৫ সেপ্টেম্বরের মধ্যে নির্বাচন শেষ করার ডেডলাইন দেওয়া হয়েছে।
এই নিষেধাজ্ঞা এলে আগামী অক্টোবর মাসে হতে চলা অনুর্ধ্ব ১৭ মহিলা বিশ্বকাপ আয়োজনের অধিকার হারাতে পারে ভারত।