এফসি বার্সিলোনার অন্তর্বর্তীকালীন কোচ ঘোষিত! জাভির বার্সায় ফেরা একপ্রকার নিশ্চিত

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বুধবার লা লিগায় রায়ো ভায়োকানোর কাছে হারের পর কোচ রোনাল্ড কোয়েম্যানকে বরখাস্ত করে এফসি বার্সিলোনা। আর এরপরেই জল্পনা তৈরি হয়, কে হতে চলেছেন বার্সিলোনার নয়া হেডস্যার? এই পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন কোচের দিকেই গেল বার্সা।
এফসি বার্সিলোনা বি দলের বর্তমান কোচ সের্গি বারজুয়ানকে অন্তর্বর্তীকালীন হেড কোচের দায়িত্ব প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার এফসি বার্সিলোনার তরফ থেকে এই ঘোষণা করা হয়। বৃহস্পতিবার অনুশীলনের আগে সভাপতি জোয়ান লাপোর্তা আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাবে বারজুয়ানকে।
এদিকে মরশুম শেষে কিংবদন্তি মিডফিল্ডার জাভিকে কোচ পদে পেতে চলেছে এফসি বার্সিলোনা। প্রখ্যাত সাংবাদিক ফাব্রিজিও রোমানোর টুইট অনুযায়ী, কাতারি ক্লাব আল সাদের সাথে বিচ্ছেদের চুক্তিগত সমস্ত প্রক্রিয়া সারার কাজ শুরু করা হয়েছে। ২০১৯ সাল থেকে আল সাদের হেড কোচ হিসেবে ছিলেন জাভি।
জানা গিয়েছে, জাভির বিদায় নিয়ে কোনওরকম আপত্তি জানাবে না আল সাদ, এবং প্রয়োজনীয় প্রক্রিয়া সারার পরে জাভিকে ছেড়ে দেওয়া হবে। ফলে খুব শীঘ্রই অন্য ভূমিকায় ঘরে ফিরতে চলেছেন জাভি হার্নান্ডেজ।