ইউরোপা লিগ থেকে বাঁচতে বার্সিলোনার সামনে কঠিন পরিস্থিতি, এই সমীকরণেই যাওয়া যাবে পরের রাউন্ডে

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বুধবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বেনফিকার কাছে ড্র করল এফসি বার্সিলোনা। ঘরের মাঠে পর্তুগিজ ক্লাবের বিরুদ্ধে গোলশূন্য ড্রয়ের জেরে গ্রুপে দ্বিতীয় স্থানে রইল বার্সিলোনা।
তবে সম্ভাবনা বেশ জোরালো হয়েছে, এফসি বার্সিলোনা গ্রুপে তৃতীয় হয়ে ইউরোপা লিগে যেতে পারে। এই পরিস্থিতিতে শেষ ম্যাচডেতে বেশ কঠিন পরিস্থিতির লড়াই করতে হবে কাতালান জায়ান্টরা।
শেষ ম্যাচডেতে বার্সিলোনাকে জার্মানি যেতে হবে, যেখানে তারা লড়বে শক্তিশালী বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে। এদিকে বেনফিকা খেলবে ডিনামো কিয়েভের বিরুদ্ধে। আর এই বিশেষ সমীকরণেই এফসি বার্সিলোনা ইউরোপা লিগ যাওয়া থেকে বেঁচে গিয়ে চ্যাম্পিয়ন্স লিগের প্রি কোয়ার্টার ফাইনালে যেতে পারে।
শেষ ম্যাচডেতে আলিয়াঁজ এরিনাতে বায়ার্ন মিউনিখকে তাদের ঘরের মাঠে হারাতে হবে বার্সিলোনাকে। বায়ার্নকে হারালেই প্রি কোয়ার্টারে যেতে পারে বার্সা। তবে বায়ার্নের কাছে হারলে বা ড্র করলে বার্সিলোনাকে তাকাতে হবে বেনফিকার দিকে।
যদি বার্সিলোনা হারে বা ড্র করে, আর বেনফিকা ডিনামো কিয়েভকে হারায় - তাহলে বেনফিকা দ্বিতীয় স্থানাধিকারী দল হিসেবে প্রি কোয়ার্টারে উঠবে, আর বার্সিলোনা চলে যাবে ইউরোপা লিগে। এদিকে বার্সিলোনা ও বেনফিকা উভয়ই ড্র করে, তাহলে হেড টু হেডে বেনফিকা উঠে যাবে প্রি কোয়ার্টারে।
আর যদি বেনফিকা হারে, আর বার্সিলোনা জয় অথবা ড্র করে, তাহলে বার্সা প্রি কোয়ার্টারের যোগ্যতা অর্জন করবে। এবং শেষে, যদি বার্সিলোনা হেরে যায় এবং বেনফিকা ড্র করে, তাহলে বার্সিলোনা উঠে যাবে প্রি কোয়ার্টারে।