রিপোর্ট : মুখোমুখি হতে পারে ইউরো চ্যাম্পিয়ন ইতালি বনাম কোপা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : এক দিকে দীর্ঘ ২৮ বছর পর কোপা আমেরিকা খেতাব জিতল আর্জেন্টিনা, অন্যদিকে ৫৩ বছর পর ইউরো জিতল ইতালি। দুটি টুর্নামেন্টেই অসাধারণ ফুটবল খেলে যোগ্য হিসেবে চ্যাম্পিয়ন হয়েছে এই দুই দেশ। কিন্তু এবার জোর সম্ভাবনা সামনে আসছে যেখানে দুই মহাদেশের এই দুই চ্যাম্পিয়ন দেশ মুখোমুখি হতে পারে।
একাধিক রিপোর্ট অনুযায়ী, দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ামক সংস্থা কনমেবল যোগাযোগ করেছে ইউরোপের ফুটবল নিয়ামক সংস্থা উয়েফার সাথে, যাতে একটি ম্যাচ খেলা হয় আর্জেন্টিনা ও ইতালির মধ্যে। তবে আপাতত বিষয়টি প্রাথমিক কথাবার্তার মধ্যেই রয়েছে। কিন্তু করোনা পরিস্থিতির জেরে অপেক্ষা করতে হবে মেসি ও বোনুচ্চিদের, তা বলাই যায়। কিন্তু ম্যাচটি ২০২২ বিশ্বকাপের আগে আয়োজনের চেষ্টা চালানো হচ্ছে।
তবে ইউরোপ ও দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়ন দেশগুলির মধ্যে ম্যাচ নতুন নয়। এর আগে দুইবার এমনটা হয়েছিল, ১৯৮৫ ও ১৯৯৩ সালে। সেই সময়ে এই ম্যাচটির বিজয়ীকে আর্তেমিও ফ্রাঙ্কি ট্রফি দেওয়া হত। ১৯৮৫ সালে উরুগুয়েকে ২-০ গোলে হারিয়ে প্রথম সেই ট্রফি জিতেছিল ফ্রান্স। যদিও ১৯৯৩ সালে ডেনমার্ককে হারিয়ে ট্রফি তুলেছিল আর্জেন্টিনা।
তবে বর্তমানে সমস্ত কনফেডারেশনের বিজয়ীদের মধ্যে ফিফা কনফেডারেশনস কাপ খেলা হয়। যদিও তা শেষবার রাশিয়াতে ২০১৭ সালে খেলা হয়েছিল, যা জিতেছিল জার্মানি।