ইস্টবেঙ্গলের ডার্বি হারে বিরক্ত এনরিকে এসকুয়েদা, কোচ হওয়ার ইচ্ছাপ্রকাশ করলেন

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : শনিবার তিলক ময়দান স্টেডিয়ামে এটিকে মোহনবাগানের কাছে পর্যদুস্ত হল এসসি ইস্টবেঙ্গল। ২৩ মিনিটে তিন গোল হজম করে হারল লাল-হলুদ ব্রিগেড। আর এর জেরে স্বভাবতই হতাশ সমর্থকরা। এমনকি, প্রাক্তন খেলোয়াড়রাও হতাশা প্রকাশ করলেন।
আর এরকম ভাবেই নিজের হতাশা তুলে ধরলেন বিদেশী ফরোয়ার্ড এনরিকে এসকুয়েদা। মনে পড়ে এনরিকেকে? ২০১৮-১৯ মরশুমে আলেজান্দ্রোর অধীনে ইস্টবেঙ্গলের হয়ে দুর্দান্ত ফুটবল খেলেছিলেন এনরিকে। মেক্সিকোর এই ফরোয়ার্ড ১৪ ম্যাচে নয় গোল করেছিলেন। ইস্টবেঙ্গল থেকে চলে যাওয়ার পরেও প্রিয় ক্লাবের প্রতি নিজের সমর্থন বজায় রেখেছেন এনরিকে।
আর কলকাতা ডার্বি হারের পর নিজের ইনস্টাগ্রামে বেশ অখুশি দেখাল এনরিকেকে। মুখ ব্যাঁকানো তিনটি ইমোজি পোস্ট করেন তিনি। এরপর সমর্থকরা তার প্রতিক্রিয়ায় জবাব দিলে এনরিকে জানান, তিনি ইস্টবেঙ্গলকে কোচিং করতে চান।
দেখুন সেই বার্তা -