ফাইনালের আগে অস্বস্তি ইংল্যান্ডের, উয়েফার তরফ থেকে শাস্তি পেল হ্যারি কেন-রাহিম স্টার্লিংরা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ইউরো ২০২০ এর বহু প্রতীক্ষিত ফাইনাল শুরু হতে ৩০ ঘন্টার কাছাকাছি সময় রয়েছে। মুখোমুখি হবে দুই হেভিওয়েট দল ইতালি ও ইংল্যান্ড। কিন্তু ফাইনালের মহাযুদ্ধের আগে বড় সমস্যায় পড়ল ইংরেজরা। আয়োজক উয়েফার তরফ থেকে শাস্তি পেল ইংল্যান্ড জাতীয় দল।
জানা গিয়েছে, উয়েফার তরফ থেকে ২৬ হাজার পাউন্ড জরিমানা দিতে হবে ইংল্যান্ড জাতীয় দলকে। ডেনমার্কের বিরুদ্ধে সেমিফাইনালের পর একাধিক অভিযোগ উঠে আসে ইংল্যান্ডের বিরুদ্ধে, আর তার জেরে শৃঙ্খলা তদন্ত শুরু করে উয়েফা। আর সেই তদন্তের জেরেই এই জরিমানা।
আসলে, ইংল্যান্ড বনাম ডেনমার্ক সেমিফাইনালে ড্যানিশ গোলকিপার ক্যাসপার স্মাইখেলের মুখে সমর্থকদের তরফ থেকে লেজার লাইট মারা হয়েছিল, আর সেই সময় তিনি হ্যারি কেনের পেনাল্টির জন্য প্রস্তুত হচ্ছিলেন। তবে এটিই অপরাধ নয়। ডেনমার্কের জাতীয় সঙ্গীতের সময় কিছু ইংরেজ সমর্থকদের কটুক্তি ও খেলার শেষে বাজি ফাটানোর অভিযোগ এসেছে।
যেহেতু সেমি ফাইনালটি ইংল্যান্ডের ঘরের মাঠ ওয়েম্বলি স্টেডিয়ামে খেলা হয়েছিল, তাই এর শাস্তি পেতে হয়েছে আয়োজক ইংল্যান্ডকে। একটি বিবৃতিতে উয়েফা জানিয়েছে, "উয়েফা কন্ট্রোল এথিক্স অ্যান্ড ডিসিপ্লিনারি বডি সিদ্ধান্ত নিয়েছে যে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনকে ৩০ হাজার ইউরো (২৬ হাজার পাউন্ড) জরিমানা করা হয়েছে লেজার পয়েন্টার, জাতীয় সঙ্গীতের অবমাননা ও বাজি ফাটানোর জন্য।"