ক্রোয়েশিয়াকে চুপ করাল ইংল্যান্ডের দাপুটে পারফর্মেন্স

ইংল্যান্ড - ১ (রাহিম স্টার্লিং)
ক্রোয়েশিয়া - ০
এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ইউরোর অন্যতম হেভিওয়েট ম্যাচ হিসেবে ময়দানে নেমেছিল ইংল্যান্ড ও ক্রোয়েশিয়া। তবে আশা অনুযায়ী সেই খেলা প্রদর্শন করতে পারল না দুই দলই। ইংল্যান্ড ও ক্রোয়েশিয়া নিজেদের দলে অভিনবত্ব আনলেও সেভাবে চমক দেখাতে পারল না কেউই। যদিও স্টার্লিংয়ের গোলে বড় জয় পেল ইংল্যান্ড
শুরু থেকে আক্রমণে উঠেছিল ইংল্যান্ড। ফিল ফোডেনের একটি শট বারে লাগে। এরপর ক্যালভিন ফিলিপসের একটি শট সেভ করেন ক্রোয়েশিয়ার গোলকিপার লিভাকোভিচ। মাঝে ক্রোয়েশিয়া খেলা ধরে নিলেও ইংরেজ ডিফেন্স বেশ শক্তিশালী ছিল।
তবে দ্বিতীয়ার্ধে দুই দলই বেশ মেজাজি খেলা শুরু করেছিল। ৫৭ মিনিটে ফিলিপসের দুরন্ত থ্রু পাসে সুযোগসন্ধানী গোল করেন রাহিম স্টার্লিং। এরপর কার্যত ডিফেন্সিভ শেপে চলে যায় ইংল্যান্ড। ক্রোয়েশিয়া সুযোগ তৈরি করলেও যোগ্য ফরোয়ার্ডের অভাবে গোল করতে পারেনি। ইভান পেরিসিচ ও লুকা মদ্রিচ খেলা তৈরি করলেও কোনও লাভ করতে পারেনি। আর এর জেরে ইংল্যান্ড গুরুত্বপূর্ণ ম্যাচটি জিতে নেয়।