চ্যাম্পিয়ন্স লিগে কিচি এসসি, ফোম পেন ক্রাউন এফসির বিরুদ্ধে খেলবে ইস্টবেঙ্গল

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ বৃহস্পতিবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে এএফসি হাউসে অনুষ্ঠিত হলো এএফসি মহিলা চ্যাম্পিয়ন্স লিগ ২০২৫/২৬-এর প্রিলিমিনারি স্টেজের ড্র। ড্রয়ের মাধ্যমে ১৯টি অংশগ্রহণকারী দল তাদের প্রথম পর্বের প্রতিপক্ষদের নাম জানতে পারল। ভারতের হয়ে এই টুর্নামেন্টে প্রতিনিধিত্ব করছে ইস্টবেঙ্গল মহিলা দল।
প্রিলিমিনারি পর্বে অংশ নেওয়া ১৯টি দলকে মোট পাঁচটি গ্রুপে ভাগ করা হয়েছে — চারটি গ্রুপে চারটি দল করে এবং একটি গ্রুপে তিনটি দল। গ্রুপ 'ই'-তে রয়েছে ইস্টবেঙ্গল যে গ্রুপে দল সংখ্যা মোট ৩। অর্থাৎ প্রতিপক্ষ দুই দলকে হারাতে পারলেই মূল পর্বে পৌঁছে যাবে লাল-হলুদ ব্রিগেড। এই পর্বের ম্যাচগুলি একটি কেন্দ্রীয় ভেন্যুতে ২৩ থেকে ৩১ আগস্ট পর্যন্ত লিগ ফরম্যাটে অনুষ্ঠিত হবে। প্রতিটি গ্রুপের শীর্ষস্থানীয় দলই কেবল মূল গ্রুপ পর্বে জায়গা করে নিতে পারবে।
এই পাঁচটি দল মূলপর্বে অংশ নেবে এএফসি মহিলা ক্লাব কম্পিটিশন র্যাঙ্কিং ২০২৪/২৫ অনুযায়ী শীর্ষ সাতটি সদস্য দেশের ক্লাবের সঙ্গে। সেই তালিকায় রয়েছে:
মেলবোর্ন সিটি এফসি (অস্ট্রেলিয়া)
সিউওন এফসি উইমেন (দক্ষিণ কোরিয়া)
টোকিও ভার্দি বেলেজা (জাপান)
শিরোপাধারী উহান জিয়াংডা উইমেন’স এফসি (চীন)
হো চি মিন সিটি উইমেন’স এফসি (ভিয়েতনাম)
বাম খাতুন এফসি (ইরান)
এবং সংযুক্ত আরব আমিরাতের একটি দল (পরবর্তীতে নির্ধারিত হবে)
গ্রুপ এ:
স্ট্যালিয়ন লাগুনা এফসি (ফিলিপিন্স)
আইএসপিই ডব্লিউএফসি (মিয়ানমার, স্বাগতিক)
স্ট্রাইকার্স এফসি (গুয়াম)
খোভদ ওয়েস্টার্ন এফসি (মঙ্গোলিয়া)
গ্রুপ বি:
কলেজ অব এশিয়ান স্কলার্স (থাইল্যান্ড)
পিএফসি নাসাফ (উজবেকিস্তান, স্বাগতিক)
এপিএফ এফসি (নেপাল)
আল নাসর ক্লাব (সৌদি আরব)
গ্রুপ সি:
কেলানা ইউনাইটেড এফসি (মালয়েশিয়া, স্বাগতিক)
এতিহাদ ক্লাব (জর্ডান)
লায়ন সিটি সেলরস এফসি (সিঙ্গাপুর)
এসডিওয়াইUSHOR SI – আসিয়াগোল (কিরগিজস্তান)
গ্রুপ ডি:
কাওসিয়ুং অ্যাটাকার্স এফসি (চাইনিজ তাইপেই)
ন্যেগোহিয়াং উইমেন’স এফসি (উ. কোরিয়া)
মাস্টার এফসি (লাওস, স্বাগতিক)
আরটিসি এফসি (ভুটান)
গ্রুপ ই:
ইস্টবেঙ্গল এফসি (ভারত)
কিটচি এসসি (হংকং, চীন)
ফোম পেন ক্রাউন এফসি (কম্বোডিয়া, স্বাগতিক)
প্রিলিমিনারি পর্ব শেষ হওয়ার পর সেপ্টেম্বর মাসে চূড়ান্ত ১২ দলের জন্য গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠিত হবে। এরপর নভেম্বর মাস থেকে শুরু হবে মহিলা ক্লাব প্রতিযোগিতার মূল পর্ব।