দ্বিতীয় টেস্টে গম্ভীরের একাদশ নিয়ে প্রশ্ন তুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়: “সেরা দুই স্পিনার কি সত্যিই খেলছে?”

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ ভারত ও ইংল্যান্ডের মধ্যে দ্বিতীয় টেস্ট ম্যাচে ভারতের প্রথম একাদশ নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়েছে। বার্মিংহ্যামে শুরু হওয়া এই ম্যাচে তিনজন নতুন মুখ – নীতিশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর এবং আকাশ দীপ।
যশপ্রীত বুমরাহর অনুপস্থিতিতে অনেকে আশা করেছিলেন কুলদীপ যাদব দলে আসবেন, বিশেষত যেহেতু প্রথম টেস্টে তিনি খেলেননি। কিন্তু তার পরিবর্তে দলে সুযোগ পান রবীন্দ্র জাদেজা এবং ওয়াশিংটন সুন্দর। এই দুই স্পিনারকে দলে রাখার সিদ্ধান্ত নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।
চা বিরতি চলাকালীন সৌরভ বলেন, “আমি নিশ্চিত নই ভারত তাদের সেরা দুই স্পিনারকে খেলাচ্ছে কিনা। ইংল্যান্ড টস জিতে প্রথমে ফিল্ডিং করেছে, আমি এতে কিছুটা অবাক হয়েছি। আমার মনে হয় এই মুহূর্তে ভারতের বড় সুযোগ এটা – রান তুলে চাপ তৈরি করা দরকার।”
প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকরও ভারতের একাদশ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। সোনি স্পোর্টসে তিনি বলেন, “আমি কুলদীপকে না দেখে কিছুটা অবাক হয়েছি। এমন উইকেটে যেখানে সবাই বলছে বেশি টার্ন থাকবে, সেখানে একজন কার্যকরী লেগ-স্পিনারকে না খেলানো বোধগম্য নয়। প্রথম টেস্টে আপনার ব্যাটাররা তো রানই করেছে। মোট ৮৩০ রানের বেশি হয়েছে দুই ইনিংস মিলিয়ে। কাজেই ব্যাটিং অর্ডার নয়, সমস্যাটা ছিল উইকেট নেওয়ার বিভাগে। সেখানে ওয়াশিংটন সুন্দর বা নীতিশ রেড্ডি কোনও সমাধান নয়।”
এই বিতর্কে আরও একটি উল্লেখযোগ্য মন্তব্য এসেছে ভারতের প্রাক্তন প্রধান কোচ রবি শাস্ত্রীর পক্ষ থেকে। তিনি বিস্ময় প্রকাশ করেছেন কেন পুরোপুরি ফিট থাকা সত্ত্বেও যশপ্রীত বুমরাহকে বিশ্রাম দেওয়া হয়েছে।
রবি শাস্ত্রী বলেন, “এটা একটা গুরুত্বপূর্ণ ম্যাচ। এখানে বুমরাহর মতো স্পিয়ারহেডকে বিশ্রাম দেওয়া ঠিক নয়। যদি ফিট থাকে, তাহলে খেলতেই হবে। এই মুহূর্তে ভারতের টেস্ট পারফরম্যান্স খুবই দুর্বল — গত ৯টি টেস্টে মাত্র ১টি জয়। এটা গত এক দশকে সবচেয়ে খারাপ সময়।”
প্রথম টেস্টে লিডসে ইংল্যান্ডের কাছে ৫ উইকেটে হেরেছিল শুভমন গিলের নেতৃত্বাধীন ভারত। এখন দ্বিতীয় টেস্টে দল গঠনের এই সিদ্ধান্তগুলি ঘিরে শুরু হয়েছে প্রবল বিতর্ক।