দেশের কনিষ্ঠতম অধিনায়ক হিসেবে একাধিক রেকর্ড গিলের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: দেশের কনিষ্ঠতম টেস্ট অধিনায়ক শুভমন। এবার ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলিকে ছুঁয়ে ফেললেন সেই সঙ্গে ছুঁয়ে ফেললেন ভারতীয় তারকা ক্রিকেটারদের রেকর্ড। ২০১৪-১৫ সালে অস্ট্রেলিয়া সফরে গিয়ে অধিনায়ক হয়েছিলেন কোহলি। অধিনায়ক হিসাবে প্রথম দু’টি টেস্টেই শতরান করেছিলেন তিনি। সেই নজির ছুঁয়ে ফেলেলেন গিল।
এছাড়াও আজহারউদ্দিনের পর দ্বিতীয় ভারতীয় অধিনায়ক হিসাবে ইংল্যান্ডের মাটিতে টানা ২ টি শতরান করেছেন তিনি। কোহলির আরও একটি রেকর্ডের সামনে দাঁড়িয়ে আছেন শুভমন। প্রথম দিনের শেষে ১১৪ রানে ব্যাট করছেন তিনি। এজবাস্টনে কোনও ভারতীয় ব্যাটারের ব্যক্তিগত সর্বোচ্চ রান কোহলিরই। ২০১৮ সালে ১৪৯ রান করেছিলেন তিনি। এর পর ২০২২ সালে ঋষভ পন্থ ১৪৬ এবং ১৯৯৬ সালে শচীন ১২২ রান করেছিলেন। গিল আপাতত চতুর্থ স্থানে আছেন।
বৃহস্পতিবার আর ৩৬ রান করলে সব ভারতীয়কে টপকে যাওয়ার সুযোগ রয়েছে তাঁর সামনে। এছাড়া ভারতের চতুর্থ ক্রিকেটার হিসাবে ইংল্যান্ডের বিরুদ্ধে টানা তিনটি টেস্টে শতরান করেছেন গিল। এই কৃতিত্ব রয়েছে আজহারউদ্দিন, দিলীপ বেঙ্গসরকার এবং রাহুল দ্রাবিড়ের।