দ্বিতীয় টেস্টে দল নির্বাচনের সমালোচনার জবাবে যশস্বী জয়সওয়ালের সোজাসাপ্টা বক্তব্য: "কোনও বিভ্রান্তি নেই"

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে দল নির্বাচনের সিদ্ধান্ত নিয়ে যখন প্রাক্তন ক্রিকেটার ও বিশেষজ্ঞদের সমালোচনা চলছে, তখন ভারতীয় ব্যাটার যশস্বী জয়সওয়াল স্পষ্ট ভাষায় জানালেন, “কোনও বিভ্রান্তি নেই।” ভারতের প্রথম একাদশ থেকে কুলদীপ যাদব ও যশপ্রীত বুমরাহের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই, তবে টিম ইন্ডিয়ার তরুণ তারকা জানালেন, দল এবং কৌশল নিয়ে সবাই আত্মবিশ্বাসী।
প্রথম দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে যশস্বী বলেন, "শুভমন অসাধারণ ব্যাটিং করেছে। ওর ব্যাটিং দেখা মানে একদমই অনন্য অভিজ্ঞতা। অধিনায়ক হিসেবেও ও দারুণ কাজ করছে। ওর মাথায় খুব পরিষ্কার ধারণা আছে যে দলকে কীভাবে এগিয়ে নিয়ে যেতে হবে, আর আমরাও নিশ্চিত আমরা কী করতে চাই। আমরা শুধু নিজের সেরা খেলাটা খেলতে চাই।”
দল নির্বাচনের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন করা হলে জয়সওয়াল সোজাসুজি বলেন,“না, কোনও বিভ্রান্তি নেই।”
এই ম্যাচেই ইংল্যান্ড সফরের নিজের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি করলেন অধিনায়ক শুভমন গিল। বার্মিংহ্যামে দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে গিল অপরাজিত থেকে মাঠ ছাড়েন ১১৪ রানে (২১৬ বলে, ১২টি বাউন্ডারি)।
বিসিসিআই-এর একটি ভিডিওতে শুভমন বলেন, “আমরা শুধু এই টেস্ট নয়, গোটা সিরিজ জেতার লক্ষ্য নিয়ে এসেছি।”
একদিকে যখন ভারত দ্রুত উইকেট হারিয়েছে, তখন অপর প্রান্তে গিল ছিলেন সম্পূর্ণ নির্বিকার। দুর্দান্ত টাইমিং ও নিখুঁত শট নির্বাচনের মাধ্যমে তিনি ইংল্যান্ডের বোলারদের একের পর এক বাউন্ডারিতে চাপে রাখেন।
জো রুটের বল স্কোয়ারের পেছনে সুইপ করে বাউন্ডারি মেরে নিজের শতরান পূর্ণ করেন গিল, এবং সেই সঙ্গে তৈরি করেন ইতিহাস। তিনি হলেন ভারতের ইতিহাসে চতুর্থ অধিনায়ক, যিনি অধিনায়ক হিসেবে নিজের প্রথম দুই টেস্টেই সেঞ্চুরি করলেন। তার আগে এই কৃতিত্ব রয়েছে বিরাট কোহলি, সুনীল গাভাসকর ও বিজয় হাজারের।
শুভমন গিলের ব্যাটে ভর করে ভারত প্রথম ইনিংসে একটি শক্তিশালী অবস্থানে পৌঁছেছে এবং লক্ষ্য একটাই — সিরিজ জয়।