কেন দ্বিতীয় টেস্টে কুলদীপ যাদবকে দলে নেওয়া হয়নি? জবাব দিলেন শুভমন গিল

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ ভারতীয় দলে রবিচন্দ্রন অশ্বিনের অনুপস্থিতিতে অনেকেই ভেবেছিলেন কুলদীপ যাদব এবার টেস্ট দলে নিজের জায়গা পাকা করে নেবেন। কিন্তু ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর এবং অধিনায়ক শুভমন গিল যেন অন্য সিদ্ধান্ত নিলেন। ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে দ্বিতীয় স্পিনার হিসাবে কুলদীপকে নেওয়ার প্রবল সম্ভাবনা থাকলেও, শেষপর্যন্ত তাঁকে উপেক্ষা করে ওয়াশিংটন সুন্দরকে খেলানোর সিদ্ধান্ত নেয় ভারতীয় টিম ম্যানেজমেন্ট।
এই বিষয়ে জানতে চাওয়া হলে শুভমন গিল বলেন, “আমরা কুলদীপকে খেলানোর কথা ভেবেছিলাম, কিন্তু ব্যাটিং গভীরতা বাড়ানোর জন্য সুন্দরকে নেওয়া হয়।”
প্রসঙ্গত, এর আগেই প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মহম্মদ কাইফ মন্তব্য করেছিলেন, কুলদীপকে না খেলানো হলে তা ‘অন্যায়’ হবে। কাইফের সেই মন্তব্যে অনেক ক্রিকেটপ্রেমী একমত হয়েছিলেন।
হেড কোচ গম্ভীরের এই সিদ্ধান্তের নেপথ্যে ওয়াশিংটন সুন্দরকে পছন্দ করার বিষয়টিও উঠে এসেছে। বরাবরই গম্ভীর এমন ক্রিকেটারদের পছন্দ করেন যাঁরা একাধিক ভূমিকায় দলকে সাহায্য করতে পারেন। একজন ‘ইউটিলিটি প্লেয়ার’ হিসেবে সুন্দরকে কুলদীপের চেয়ে বেশি গুরুত্ব দেওয়াই হয়তো তাঁকে একাদশে জায়গা পাইয়ে দিয়েছে।
এদিকে, ভারতের পেস অ্যাটাকের নেতা জসপ্রিত বুমরাহ তৃতীয় টেস্টে খেলবেন বলে নিশ্চিত করেছেন অধিনায়ক গিল। দ্বিতীয় টেস্টে তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছিল ‘ওয়ার্কলোড ম্যানেজমেন্ট’-এর কারণে। প্রথম টেস্টে তিনি খেলেছিলেন, যেখানে ভারত পাঁচ উইকেটে হেরে যায়।
শুভমন গিল টসের সময় জানান, “তৃতীয় টেস্ট হবে লর্ডসে, যেখানে পিচে বেশি সহায়তা থাকবে বলে আমরা মনে করছি। তাই বুমরাহকে ওই ম্যাচের জন্য প্রস্তুত রাখা হয়েছে।”
উল্লেখ্য, সিরিজ শুরুর আগেই টিম ম্যানেজমেন্ট জানিয়ে দিয়েছিল যে এই পাঁচ ম্যাচের সিরিজে বুমরাহ সর্বোচ্চ তিনটি টেস্ট খেলবেন। তৃতীয় টেস্ট শুরু হবে ১০ জুলাই লর্ডসে।